স্টাফ রিপোর্টার :
ফেনীর ফুলগাজী উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী জামাল উদ্দিন। সম্মেলন উদ্বোধন করেন ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু।
ফুলগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি সামছুল হক ভূঞা রাশেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি, উপজেলা চেয়ারাম্যান আবদুল আলিম মজুমদার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনন্দপুর ইউপি চেয়ারাম্যান আলহাজ্ব হারুন মজুমদার, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক তারেক আজীজ।
ফুলগাজী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম মজুমদারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ।

প্রধান অতিথি হাজী জামাল উদ্দিন বলেন, বেগম খালেদা জিয়া ফেনীতে কোন উন্নয়ন করে নাই। তারা মানুষের সাথে ধোকাবাজি করে সোয়া দুইবার প্রধানমন্ত্রী ছিল। বিএনপির ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত দু:শাসনের ফলে এ অঞ্চলের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা বাড়ি-ঘরে থাকতে পারে নাই। তাদেরকে ঢাকা-চট্টগ্রামে গিয়ে অবস্থান করতে হয়েছে। তাদের কষ্টে গাছের পাতা ঝরেছে।

তোফায়েল আহমেদ তপু বলেন, খালেদা জিয়ার আমলে কোন শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ ও কোন ভবন নির্মাণ করেননি। দেশের মানুষের উন্নয়নে রাজনীতি করেনি, তারা করছে নিজেদের ভাগ্যেন্নোয়ন। আগামী নির্বাচনে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে লড়াই করতে একক ক্ষমতা রাখে ছাত্রলীগ।
নুর করিম জাবেদ বলেন, খাম্বা তারেক ও গিয়াস উদ্দিন মামুনরা দেশে দূর্ণীতি ও লুটপাটকারীরা বিশ্বে চ্যাম্পিয়ন তারা যে দু:স্বপ্ন দেখছেন তা কখনো বাস্তবায়ন হবে না। তিনি বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবারো ক্ষমতায় আসবে।
বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, দরবারপুর ইউপি চেয়ারাম্যান নিজাম উদ্দিন মজুমদার, মুন্সিরহাট ইউপি চেয়ারাম্যান ভিপি নুরুল আমিন, ফুলগাজী সদর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাকির পাটোয়ারী প্রমুখ।
বক্তারা বলেন, ফুলগাজীতে ছাত্রলীগের নব-নির্বাচিত নেতৃবৃন্দের প্রথম কর্মসূচি থাকবে ছাত্রদলের যে কোন অস্থিতিশীল কর্মসূচি শক্ত ও কঠিনভাবে প্রতিহত করা হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









