স্টাফ রিপোর্টার :
ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীকে ৪ জুন, শনিবার বিকেলে ফেনী শহরের মাস্টার পাড়াস্থ তাঁর বাসভবনের সামনে ফেনী সদরের ১২ ইউনিয়ন যুবলীগের সভাপতি-সম্পাদকসহ পূর্ণাঙ্গ কমিটি ফুলের শুভেচ্ছা জানান।
নিজাম হাজারী এমপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী ২০২৩ সালের নির্বাচনে শেখ হাসিনা যেন টানা চারবারের মতো প্রধানমন্ত্রী হতে পারেন সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদে ও শান্তিতে থাকবে।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাফেজ আহম্মদ।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বিকম, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব, ফেনী সদর উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আফসার আপন, সাধারণ সম্পাদক করিম উল্যাহ আজাদ প্রমুখ।

নিজাম হাজারী এমপির সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন ফেনী সদর উপজেলা যুবলীগের ১২ ইউনিয়নের নব-নির্বাচিতরা। তারা হলেন- শর্শদি ইউনিয়ন যুবলীগের সভাপতি ইলিয়াছ ভূঁঞা, সাধারণ সম্পাদক কামাল হোসেন সৌরভ, পাঁচগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সালাহউদ্দিন রুবেল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম, ধর্মপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক সানি, সাধারণ সম্পাদক ইমাম হোসেন পলাশ, কাজিরবাগ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল হান্নান চৌধুরী রিয়াদ, খুরশিদ আলম, কালিদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল কাইয়ুম টিপু, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, বালিগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি সাদ্দাম হোসেন মামুন, সাধারণ সম্পাদক জহিরুল হক মোহন, ধলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সিরাজ উদ্দৌলা সুমন, সাধারণ সম্পাদক আনোয়ার আহমদ মুন্সি, লেমুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি কামরুজ্জামান সুমন, সাধারণ সম্পাদক মাসুদ তালুকদার, ছনুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক ইব্রাহিম ভূঁঞা, মোটবী ইউনিয়ন যুবলীগের সভাপতি ওয়াইজ উদ্দিন পবন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ফাজিলপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মঞ্জুরুল আলম মোহন, সাধারণ সম্পাদক রাশেদ ভূঁইয়া, ফরহাদনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









