স্টাফ রিপোর্টার :
ফেনী-১ আসনের সংসদ সদস্য জাসদ নেত্রী শিরীন আখতার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ করে উদ্বোধনের অপেক্ষায় আছে। মেট্টোরেল, কর্ণফুলী টানেলসহ দেশজুড়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। দেশের চলমান এ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বিএনপি-জামায়াত চক্র। তিনি বিএনপিকে নসিহত করে বলেন, মেরুদণ্ড সোজা করে নির্বাচনে অংশ নেন। জনগণের কাতারে আসুন দেশ ও মানুষকে ভালোবেসে রাজনীতি করুন।
মঙ্গলবার (৭ জুন) ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা জাসদের আয়োজনে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

জেলা জাসদের সহ-সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, আবুল কালাম আজাদ, আবুল খায়ের, সদস্য সিরাজ উদ দৌলা পাটোয়ারী, কেন্দ্রীয় যুবজোটের সমবায় বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম নুর, ফুলগাজী জাসদ সভাপতি দুলাল চন্দ্র বৈদ্য, ছাগলনাইয়া জাসদ সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহাগ, জেলা জাসদের সমবায় বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার ও পরশুরাম জাসদ সাধারণ সম্পাদক তসলিম চৌধুরী।
সভায় সীতাকুণ্ড ট্রাজেডিতে নিহত ও আহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করে সবাই।

শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে জাসদের ব্যানারে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









