পৌরসভা, থানা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে সোমবার থেকে অভিযান
স্টাফ রিপোর্টার :
দাগনভূঞা বাজারের যানজট নিরসনে বৃহস্পতিবার (৯ জুন) পৌরসভা কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) গাজালা পারভীন রুহী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান ইমাম। উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর নুরুল হুদা সেলিম, সাইফুল ইসলাম, মো. একরামুল হক, বাজারে ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ইফতেখারুল ইসলাম শিবলু ও বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হায়দার লিটনসহ বাস, সিএনজি, অটোরিকশা ও মাইক্রোবাস মালিক সমিতির নেতৃবৃন্দ এবং সাংবাদিক ও সিভিল সোসাইটির প্রতিনিধিগণ।
সভায় ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভূঞা পৌরসভার বাজার অংশ এবং সংযোগ সড়কগুলোতে যানবাহনসমুহের অনিয়ন্ত্রিত চলাচল থেকে সৃষ্ট তীব্র যানজটের নিরসন এবং বাজার এলাকায় শৃঙ্খলা আনয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে, নির্দিষ্ট স্টপেজ ছাড়া বাস, সিএনজি, অটোরিকশা ও মাইক্রোবাসসমুহ বাজারের যেখানে-সেখানে যাত্রী উঠানামা করতে পারবে না। বাস গাড়ির যাত্রী উঠানামার ক্ষেত্রে নির্দেশনা হলো- ফেনীগামী সুগন্ধা, সুগন্ধা দ্রুতযান, বসুরহাট সুপার এবং ঢাকা-চট্রগ্রামগামী জোনাকি, ড্রিমলাইন, কে কে ট্রাভেলস ও অন্যান্য বাস আতাতুর্ক স্কুল মার্কেটের আমানিয়া সুইটসের সামনে থেকে পূর্বদিকে এবং নোয়াখালী, লক্ষ্মীপুর ও বসুরহাটগামী বাস এফটিসি মার্কেটের সামনে দাঁড়াবে। সিএনজি ও অটোরিকশার বিষয়ে সিদ্ধান্ত হলো-সেবারহাট ও কেরোনিয়াগামী সিএনজি ডাকবাংলো রোড়ের পশ্চিমে হিরণ মার্কেটের সামনে দাঁড়াবে। পৌরসভা অফিস, কলেজ ও আলাইয়ারপুরের দিকে চলাচলকারী রিকশা-অটোরিকশা সুলতানা সুপার মার্কেটের সামনে দাঁড়াবে। বসুরহাটগামী সিএনজি বসুরহাট রোডের হিরণ শপিং সেন্টারের সামনে থেকে পশ্চিম দিকে অবস্থান করবে। এছাড়া একই স্টপেজে বসুরহাট রোডে চলাচলকারী রিকশা ও অটোরিকশাও অবস্থান করবে। ফেনীমুখী সিএনজি গজারিয়া রোডের মাথা থেকে পূর্ব দিকে দাঁড়াবে। একই স্টপজে গজারিয়া রোড, উপজেলা ও থানামুখী অটোরিকশাও অবস্থান করবে। ফেনী থেকে দাগনভূঞাগামী সিএনজি ইসহাক মার্কেটের সামনে দাঁড়াবে। ফাজিলের ঘাট সড়কে চলাচলকারী সিএনজি ও অটোরিকশা বোর্ড অফিসের সামনে কৃষি বিভাগের পরিত্যক্ত জায়গা এবং ইউনিক হাসপাতালের সামনে সড়কের বিপরীতে পরিত্যক্ত সরকারি জায়গায় দাঁড়াবে। সরকারি এই জায়গা বালু দিয়ে ভরাট করে ব্যবহার উপযোগী করে দেওয়া হবে। বেতুয়া ও আলীপুরমুখী সিএনজি নামার বাজারে দাঁড়াবে।
এছাড়া মাইক্রোবাস নোয়াখালী সড়কের ইব্রাহীম ফিলিং স্টেশনের পশ্চিমে দাঁড়াবে। নির্ধারিত এসব স্টপেজে যাত্রী উঠানামায় বাস, সিএনজি ও অটোরিকশা সর্বোচ্চ দুই মিনিট সময় পর্যন্ত অবস্থান করতে পারবে। এদিকে বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ব্যবসায়ীদের ভূমিকা ও করণীয় বিষয়েও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্ত হয় যে, বাজারের বিভিন্ন সড়ক ও অলিগলিতে ফুটপাত এবং চলাচলের পথ বন্ধ করে দোকানের সামনে কোনো ধরনের মালামাল রাখা যাবে না। বসানো যাবে না কোনো ভ্রাম্যমান দোকান। কারো দোকান বা প্রতিষ্ঠানের সামনে অস্থায়ী কিংবা ভ্রাম্যমান কোনো দোকান বসলে তার খেসারত ওই দোকানদারকেই দিতে হবে। এছাড়া রড, সিমেন্ট, হার্ডওয়্যার ও টাইলস দোকান এবং বিভিন্ন আড়তে ট্রাক, লরি ও ক্যাভার্ডভ্যানে করে মালামাল লোড-আনলোড রাত ৯ টার পর এবং সকাল ৮ টার মধ্যে শেষ করতে হবে। দিনের বেলায় এসব থেকে কোনো মালামাল লোড-আনলোড করা যাবে না।
গৃহীত এই সিদ্ধান্ত কার্যকরে সোমবার (১৩ জুন) থেকে অভিযান শুরু করবে পৌরসভা, থানা ও উপজেলা প্রশাসনের সমন্বিত টিম। ওই দিনের অভিযানে খোদ উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজেরাই উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









