স্টাফ রিপোর্টার :
মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও, ওসিসহ জনপ্রতিনিধিদের নিয়ে সমন্বিত কর্মপরিকল্পনা (comprehensive Action Plan) প্রণয়ণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুন) সকাল ১১ টায় ফেনী সদর উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদকদ্রব্যর বিভিন্ন অপব্যবহার সম্পর্কে দিকনির্দশনামূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
ফেনী সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসাইন পাটোয়ারীর সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারাম্যান শুসেন চন্দ্র শীল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এস আর মাসুদ রানা, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মো. নিজাম উদ্দিন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ।
কর্মশালায় বক্তারা বলেন, আমাদের যুব সমাজ থেকে শুরু করে সবাইকে এই মাদকের কুফল সম্পর্কে বোঝাতে হবে। তারা যেন মাদকের দিকে আসক্ত না হয় এবং কেউ হয়ে পড়লেও যেন এই পথ থেকে সরে আসে। এছাড়াও মাদক নির্মূলে প্রান্তিক পর্যায় থেকে সচেতেনতা তৈরির কথা নলে বক্তারা বলেন, পড়াশোনা, ক্রীড়া বা যেকোনো সামাজিক অনুষ্ঠানে এই মাদকের কুফল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা যেতে পারে।

তারা আরও বলেন, একদম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যেমন শিশু কিশোরদের জীবনের শুরুতেই এই মাদকের ভয়াবহতা সম্পর্কে বোঝাতে পারেন তেমনি একজন ইউপি সদস্যও জনপ্রতিনিধি হিসেবে গ্রামের সাধারন মানুষদের মাঝে মাদকের কুফল তুলে ধরে সচেতেনতা ঘরে ঘরে প্রচার করতে পারেন। সেই জন্য মাদক নির্মুলে ও এর অপব্যবহার সম্পর্কে বোঝাতে ও রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা দরকার, এছাড়াও এসময়ে উপজেলা চেয়ারম্যান, ইউএনও, ওসিসহ জনপ্রতিনিধিদের মাদকের অপব্যবহার রোধকল্পে সবাইকে কর্মপরিকল্পনা তৈরি করতে বলা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারাম্যান এ কে শহীদ উল্লাহ খোন্দকার, মহিলা ভাইস চেয়ারাম্যান জোসনা আরা জুসি, ইউপি চেয়ারম্যানসহ উপজেলার বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিক কর্মশালায় অংশগ্রহণ করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









