স্টাফ রিপোর্টার :
ফেনীতে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ (২০২১-২২) প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলার ২০০ জন কৃষক এ সেমিনারে অংশ নেয়।
ফেনী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে বৃহস্পতিবার (১৬ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে এ রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। সেমিনারে সভাপতিত্ব করেন ফেনী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. একরাম উদ্দিন।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী। স্বাগত বক্তব্য রাখেন- সদর উপজেলা কৃষি অফিসার শারমীন আক্তার।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. আহসান হাবীবের সঞ্চালনায় সেমিনারে আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা মৎস্য অফিসার মো. বিল্লাল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম, জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. জহির আহমেদ, অতিরিক্ত পরিচালক (শস্য) মো. জামাল হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ কে শহীদ উল্যাহ খোন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান জোসনা আরা জুসি, ধর্মপুর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাকা, আবহাওয়া অফিস ফেনী সদর ইনচার্জসহ ফেনীর বিভিন্ন উপজেলার কৃষি অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি কৃষকরা প্রাকৃতিক পরিবেশ বুঝে ফসল ফলানো থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত যাবতীয় কাজ যেন সম্পাদন করেন তার ওপর গুরুত্বারোপ করে তিনি তাঁর বক্তব্যে বলেন, সুষ্ঠু পরিকল্পনা করে কৃষিকাজ করতে হবে। কোন সময় কোন মাসে কোন ফসল আবাদ করতে হবে তা জেনে চারা রোপন ও সঠিকভাবে পরিচর্যা করতে হবে। আবহাওয়ার ওপর লক্ষ্য করে ফসল চাষ করতে হবে। করোনাকালীন সময় ছাড়াও সারাবছর ধরে কৃষিবিদ ও কৃষি উন্নয়নের অবদানের কথা তিনি তুলে ধরেন।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. একরাম উদ্দিন বলেন, দেশের অন্যান্য জেলার মতো ফেনী জেলাও সব ধরনের ফসল উৎপাদন করে ব্যাপক সফলতা অর্জন করেছে। এর মধ্যে আছে ধান, ভুট্টাসহ বিভিন্ন তেল, ডাল ও মসলা জাতীয় ফসল। এই ধারা অব্যাহত রাখতে যা যা করণীয়, তার সব করবে ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।
তিনি বলেন, কৃষিক্ষেত্রে আবহাওয়া অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আবহাওয়ার গতিবিধি বুঝে কৃষকেরা চাষাবাদ করতে পারেন, তাহলে বেশি লাভ করা সম্ভব। ডিজিটাল বাংলাদেশের সুযোগকে কাজে লাগিয়ে কৃষকরা বর্তমানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে চাষ করতে পারছে। এছাড়া কৃষিক্ষেত্রে আরও সহজলভ্য করতে যাবতীয় কৃষি সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে।
শুসেন চন্দ্র শীল বলেন, কৃষি এ দেশের অর্থনীতির এক অতি গুরুত্বপূর্ণ খাত। বর্তমানে দেশে জিডিপির প্রায় এক-পঞ্চমাংশ অর্জিত হয় কৃষিখাত থেকে। তার চেয়েও বড় কথা কৃষি এ দেশের জনমানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা প্রদানের প্রধানতম এবং অন্যতম উৎস। এখনও এ দেশের বিপুল জনসংখ্যার কর্মসংস্থানও হয়ে থাকে কৃষিকে অবলম্বন করেই। ফলে ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য খাদ্য সরবরাহ নিশ্চিতকরণ, জীবনযাত্রায় মানোন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি করতে হলে কৃষিক্ষেত্রে যে অধিকতর মনোযোগ দিতে হবে শুরুতেই ২০০৯ সনে নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সেটি অনুধাবন করতে সক্ষম হয়। গত একযুগ ধরে কৃষিক্ষেত্রে বিভিন্ন খাতে যে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে তা বর্তমান সরকারের কৃষি ভাবনার এক বাস্তব প্রতিফলন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”