* দুলাল সভাপতি, রাজীব সা. সম্পাদক
শহর প্রতিনিধি :
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফেনী পৌর শাখার ৭নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন ১৭ জুন, শুক্রবার বিকেলে আনন্দময়ী কালী বাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শান্তি রঞ্জন চৌধুরী।
মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন পৌর পূজা পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দাস। প্রধান বক্তা ছিলেন পৌর পূজা পরিষদের সাধারণ সম্পাদক সমর দেবনাথ।
সম্মেলনে বক্তারা সংবিধানে বিরাজমান অসংগতি দূর করে বঙ্গবন্ধুর দেওয়া ১৯৭২ সালের সংবিধান পূর্ণবাস্তবায়ন, শারদীয় দুর্গোৎসবে ৩দিনের রাষ্ট্রীয় ছুটিসহ সরকারের কাছে বিভিন্ন দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
৭নং ওয়ার্ড সভাপতি দুলাল মিত্রের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল শর্মা, দপ্তর সম্পাদক সমর কান্তি নাথ, পৌর পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সেন ও সাংবাদিক সুরঞ্জিত নাগ।

ছোটন দত্তের সঞ্চালনায় সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন- আনন্দময়ী কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক তপন কর ও শুভেচ্ছা বক্তব্য রাখেন- দোলন চন্দ্র বণিক।
সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য দুলাল মিত্রকে সভাপতি ও রাজীব মালাকারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও মন্দিরের গীতা স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ।
সম্মেলনে ৭নং ওয়ার্ডের পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক সনাতনী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে একইদিন সন্ধ্যায় ফেনীর জয়কালী মন্দিরে পৌর শাখার ১৮নং ওয়ার্ড পূজা পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নেপাল চন্দ্র শীল। সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য মিহির কর্মকারকে সভাপতি ও অশোক কুমার দাসকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









