**বালক দলে পরশুরাম ও বালিকা দলে ফেনী সদর চ্যাম্পিয়ন***
স্টাফ রিপোর্টার :
ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি দেশ উপহার দিয়েছেন বলেই আজকে এত সুন্দর খেলা আমরা উপভোগ করতে পারছি। ফাইনাল খেলায় যারা বিজয়ী হয়েছে তারা খুব উৎফুল্ল। তাদের শুধু জেলাতে নয় জাতীয় পর্যায়ে বিজয় ছিনিয়ে আনবে এ প্রত্যাশা করি। ফেনী সন্তানরা খেলাধুলায় সুনাম বয়ে আনবে এ আশা-প্রত্যাশা থাকবে আমাদের। এরজন্য যা যা করতে হয় সর্বোচ্চ সহযোগিতা আমরা চালিয়ে যাবো।
তিনি বলেন, আগামী ২৫ জুন বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। এই সেতু উদ্বোধনের ফলে দেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলার উন্নয়ন ত্বরান্বিত হবে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নিজাম হাজারী এমপি।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ভাষা শহীদ আবদুস সালাম ষ্টেডিয়ামে ১৭ জুন, শনিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭)-২০২২ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭)-২০২২ এর জেলা পর্যায়ে অনুষ্ঠিত খেলার সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাপনীতে বালক দলের খেলায় ২৫ মিনিটের মাথায় দাগনভূঞা উপজেলার ২নং জার্সি পরিহিত নুর হোসেন জিলানী দলের পক্ষে একটি গোল করে পরশুরাম উপজেলাকে ১-০ গোলে হারিয়ে জয় লাভ করে।
অপরদিকে বালিকা দলের খেলার নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ফেনী সদর উপজেলা সোনাগাজী উপজেলাকে ২-০ গোলে হারিয়ে জয়লাভ করে।
জেলা প্রশাসক ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু সেলিম মাহমুদ-উল হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম স্বপন মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা, ফেনী পৌরসভার সাবেক মেয়র হাজী আলাউদ্দিন, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার প্রমুখ।
এছাড়াও সরকারী ও বেসরকারী পর্যায়ের বিভিন্ন প্রতিনিধি ও কর্মকর্তাবৃন্দ, ক্রীড়ামোদী লোকজন উপস্থিত ছিলেন।
শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরষ্কার তুলে দেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”