স্টাফ রিপোর্টার :
মানবিক, অসাম্প্রদায়িক সমাজ নির্মাণে মানুষের চিন্তায় ইতিবাচক পরিবর্তন আনতে দেশব্যাপী সাংস্কৃতিক জাগরণ প্রয়োজন। এক্ষেত্রে রাষ্ট্রের বিনিয়োগ অপরিহার্য। নামেমাত্র অনুদান দিয়ে সর্বগ্রাসী সংকট থেকে জাতিকে রক্ষা করা যাবে না। চলতি অর্থবছরের প্রস্তাবিত নতুন বাজেটে দেশের সাংস্কৃতিক খাতে এক শতাংশ বরাদ্দের দাবি জানিয়ে শনিবার (১৮ জুন) বিকেলে ফেনীর ট্রাংক রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধনে সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুদানের ভাবনা থেকে বেরিয়ে এসে সংস্কৃতি ক্ষেত্রে বিনিয়োগ করতে হবে। অবকাঠামোগত উন্নয়ন, প্রশিক্ষণসহ সংস্কৃতি চর্চায় বিরাজিত সংকট ও সমস্যা মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নিতে হবে। এ জন্য সম্মিলিত সাংস্কৃতিক জোট ঘোষিত ৮ দফা বাস্তবায়নের জোর দাবি জানান বক্তারা।
বক্তারা আরো বলেন, বাংলাদেশ রাষ্ট্রের মূল ভিত্তি সংস্কৃতি। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে সংস্কৃতি নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে। আমরা প্রস্তাব করছি, চলতি বছরের প্রস্তাবিত বাজেটে সংস্কৃতির জন্য বরাদ্দ ০.০৯৭ শতাংশ থেকে বাড়িয়ে কমপক্ষে এক শতাংশ বরাদ্দ দেয়া হোক।
সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনীর ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ হোসেন বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমর দেবনাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শান্তি চৌধুরী, নজরুল একাডেমী ফেনীর সভাপতি এডভোকেট সাইফ উদ্দিন শাহীন, অনূরণন আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রধান সমন্বয়ক এডভোকেট রাশেদ মাযহার, পূবালী সাংস্কৃতিক কেন্দ্র প্রধান সমন্বয়ক সমরজিৎ দাস টুটুল, সম্মিলিত জোটের যুগ্ম সম্পাদক শিল্পতীর্থের সভাপতি হুমায়ুন মজুমদার, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক ওমর ফিরোজ মামুন, পঞ্চবটীর সমন্বয়কারী পৃথ্বিরাজ চক্রবর্তী, বিজয় দত্ত, আবৃত্তি একাডেমীর সৈয়দ আশ্রাফুল আরমান, জাগরণী সাংস্কৃতিক একাডেমীর পরিচালক রাজীব দাস বাবলু, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক উত্তম দেবনাথ, আলাপনের নাজমুল হক শামীম, নজরুল একাডেমী ফেনী সদর কর্মকর্তা মনি মজুমদার, সাংবাদিক এন এন জীবন প্রমুখ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









