শহর প্রতিনিধি :
ফেনী জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে বর্তমান সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার ও কেবিএম জাহাঙ্গীরের নেতৃত্বে একক প্যানেলের মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। সোমবার (২০ জুন) জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সজল কুমার দাস এর কাছে নিকট জমা দেন ওই প্যানেলের প্রার্থীরা।
মনোয়নপত্র যাঁরা জমা দিলেন, তারা হলেন, সহ-সভাপতি পদে কেবিএম জাহাঙ্গীর আলম, শুসেন চন্দ্র শীল, নজরুল ইসলাম স্বপন মিয়াজী, মজিবুল হক রিপন, সহ-সাধারণ সম্পাদক পদে জহির উদ্দিন মাহমুদ চৌধুরী মুকুট, কোষাধ্যক্ষ পদে দেলোয়ার হোসেন ডালিম। যুগ্ম-সম্পাদক পদে চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব ও আমজাদ হোসেন বিপ্লব।
সদস্য পদে মামুনুর রশিদ মিলন, আশ্রাফুল আলম গীটার, মো. আজম চৌধুরী, বাহার মিয়া, মো. জাফর উদ্দিন, গোলাম মেহেদী আলম চৌধুরী রুবেল, নুর উদ্দিন, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মিজানুর রহমান হাজারী (সজীব হাজারী), দীপক চন্দ্র নাথ, ইয়াছিন শরীফ মজুমদার, আবুল কালাম পাটোয়ারী, রিয়াজ উদ্দিন রবিন, নুরুল করিম শিপন, আবুল হাসেম, নাজিম উদ্দিন মজুমদার, হাছিনা আক্তার নিঝুম ও মঞ্জিলা আক্তার মিমি।

নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ২১ জুন, মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন ধার্য করা হয়েছে। ২২ জুন, বুধবার যাচাই-বাছাইয়ের বিরুদ্ধে আপত্তি দাখিল ও ২৩ জুন বৃহস্পতিবার আপত্তি শুনানী হবে। ২৭ জুন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। আগামী ৩ জুলাই নির্বাচনের ভোটগ্রহণের দিন ধার্য্য থাকলেও একক প্যানেল জমা হওয়ায় ভোট হচ্ছেনা। একইদিন বিকাল ৪টায় ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে একক প্যানেলের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হবে বলে জানা যায়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”