**কৃষক শামছুল হকের মুখে ঈদের হাসি**
স্টাফ রিপাের্টার :
ফেনীর ফাজিলপুর অসহায় বৃদ্ধ এক কৃষককে ঘর নির্মাণ করে দিয়েছেন ফাজিলপুর ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান ও ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মাে. মুজিবুল হক রিপন। ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর ২নং ওয়ার্ডের আহম্মদ আলী ভূঁইয়া বাড়ির শামছুল হক (৬৫) বুধবার, ৬ জুলাই ঘরটি বুঝিয়ে দেয়া হয়। ঘর পেয়ে খুশি কৃষক। আনন্দে বইছে তার পরিবারের মাঝে। রিপন চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে এ ঘরটি নির্মাণ করা হয়। চার কক্ষ বিশিষ্ট টিনশেড ঘরটি নির্মাণে প্রায় সােয়া লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানা গেছে।
ঘর হস্তান্তরকালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মাে. মুজিবুল হক রিপন, স্থানীয় ইউপি সদস্য মহিউদ্দিন শিপন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মাে. মহসিন অপুসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযােগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কৃষক শামছুল হক জানান, দীর্ঘ জীবন ধরে বর্গা চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। অভাবের সংসার চলছে কোনোমতে। তার তিন ছেলে এক মেয়ে। ছেলেরা বিয়ে করে আলাদা থাকেন। বৃদ্ধ ও তার স্ত্রীকে ছেলেরা দেখেননা। শামছুল তার স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে জরাজীর্ণ ঘর এতদিন বসবাস করছেন। দুই শতক ঘর ভিটা ছাড়া তার আর কােন সম্বল নেই। তিনি বয়সের ভারে আগের মতে আর কাজ-কর্ম করতে পারেন না। গলায় জন্মগতভাব একটি টিউমার বহন করছে। একটু বৃষ্টি হলেই ভাঙ্গা বেড়ার ঘর পানি জমতাে, থাকা কষ্ট হতো। এখন তিনি নতুন ঘর পেয়ে নতুনভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখছেন। টিনশেড ওই ঘরটি পায় তিনি আবেগে কেঁদে ফেলেন এবং সাহয্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য রিপন চেয়ারম্যানকে কৃতজ্ঞতা জানান।
মাে. মুজিবুল হক রিপন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন নিবেদিতভাবে কাজ করার চেষ্টা করেছি। ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে মাদকমুক্ত সমাজ বিনির্মাণ কাজ করে যাচ্ছি। তিনি বলেন, ইউনিয়নের নাগরিক সুবিধা শতভাগ নিশ্চিত করার পাশাপাশি এলাকার সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করে যাচ্ছি। ঘর নির্মাণ করা ছাড়াও এলাকার অসহায়দের চিকিৎসাসেবা ও নলকূপ বৃক্ষরোপনসহ বৃক্ষরােপনের কর্মসূচী হাতে নেয়া হয়েছে।
ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মাে. মহসিন অপু জানান, সরকারের পাশাপাশি বেসরকারিভাবে এধরণের উদ্যােগ একটি প্রশংসনীয়, অনুসরণীয় ও অনুকরণীয় উদ্যােগ। ফাজিলপুরের রিপন চেয়ারম্যান গরীব, দুঃখী ও অসহায় মানুষের আপনজন। তিনি সবসময় স্বপ্ন দেখেন একটি আধুনিক ও স্বনির্ভর ইউনিয়ন গড়ার।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









