স্টাফ রিপোর্টার :
ফেনীতে মায়ের সামনে কিশোরী মেয়েকে ধর্ষণের ঘটনায় তিনজনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ওসমান হায়দার।
মৃত্যুদন্ডপ্রাপ্ত তিন আসামী হলো-ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের আবুল কালামের ছেলে জাহাঙ্গীর আলম, ফকির আহম্মদের ছেলে আবুল কাশেম ও পাশের সুলতানপুর গ্রামের আবদুর রশিদের ছেলে মো. লাতু।
তারা তিনজনই মামলা দায়েরর পর গ্রেপ্তার হয়। পরে জামিনে ছাড়া পেয়ে রায় ঘোষনার সময় পর্যন্ত পলাতক রয়েছেন।
একই মামলায় মো. ফারুক নামে অপর একজন আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস প্রদান করেন। আজ মামলার চারজন আসামীর মধ্যে শুধুমাত্র খালাসপ্রাপ্ত আসামী ফারুক আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত তিনজন কোন সময় গ্রেপ্তার বা আদালতে আত্মসমর্পন করলে তখন থেকে রায় কার্যকর করা হবে।
মামলার বিবরণ ও আদালত সুত্র জানায়, ২০০৩ সালের ১২ মে গভীর রাতে ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের একটি বাড়ীতে ঘরের দরজা ভেঙ্গে চার দূর্বৃত্ত ভেতরে ঢুকে মা ও ১৩ বছরের মেয়েকে জোর করে টেনেহেঁছড়ে বাইরে নিয়ে মাকে বেঁধে রেখে ও ছোরা ধরে হত্যার ভয় দেখিয়ে আটক রেখে মায়ের সামনেই মেয়েকে গণধর্ষণ করে। এ ঘটনায় ওই মেয়ের মা বাদী হয়ে পরদিন সোনাগাজী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৩) ধারায় আসামী মো. ফারুক, জাহাঙ্গীর আলম, আবুল কাশেম ও মো. লাতুসহ চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মাত্র তিন মাসের মাথায় মামলার তদন্ত শেষে একই বছর ১৩ আগষ্ট সোনাগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম আসামী মো. ফারুক, জাহাঙ্গীর আলম, আবুল কাশেম ও মো লাতুসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার শুনানী কালে ৯ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহন করা হয়।
ফেনীর আদালতে জ্যেষ্ঠ সহকারী সরকারী কৌসুলী (সিনি. এপিপি) অ্যাডভোকেট ফরিদ আহম্মদ হাজারী ফেনীর সোনাগাজীর একটি গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আজ বৃহস্পতিবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে তিন আসামীর মৃত্যুদন্ডে রায় প্রদান এবং একজনকে বেকসুর খালাস প্রদানের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মৃত্যুদন্ডপ্রাপ্ত তিনজন আসামী পলাতক রয়েছেন। তারা যখন গ্রেপ্তর অথবা আদালতে আত্মসমর্পন করবেন তখন থেকে রায় কার্যকর করা হবে।
আসামী পক্ষে আইনজীবি ছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









