সুরঞ্জিত নাগ :
ঋতু পরিবর্তন ও অতিরিক্ত গরমের কারণে ফেনীতে সম্প্রতি বাড়ছে ডায়রিয়ার প্রকােপ। গত কয়েক দিনের প্রচন্ড গরমে ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতাল ভর্তি হচ্ছেন শিশু, বৃদ্ধসহ নানা বয়সের মানুষ। প্রতিনিয়ত আক্রান্ত রােগী বাড়তে থাকায় সিটের বিপরীতে তিনগুণ বেশি ভর্তি রয়েছে ফেনী জেনারেল হাসপাতালে। বেড না পেয়ে হাসপাতালের বারান্দায় মেঝেতে ও বেঞ্চে চিকিৎসা নিতে দেখা যায় অনেক রােগীকে। এছাড়াও প্রতিদিন বহির্বিভাগ ২০ থক ৩০জন ডায়রিয়া রােগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান। এ পরিস্থিতিতে ডায়রিয়া রােগীদের সুরক্ষায় নানা ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসকরা।
২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের দেয়া তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে ডায়রিয়া ওয়ার্ডে ২শ ৪৫জন রােগী ভর্তি হয়েছে। এর মধ্যে একদিনে সর্বােচ্চ ৬৭ জন ভর্তি হয়েছে।
১৬ জুলাই, শনিবার ডায়রিয়া ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ১৭ সিটের বিপরীতে ৪৫জন রােগী ভর্তি রয়েছে। যা বরাদ্দের প্রায় তিনগুণ বেশি। সিটের অতিরিক্ত রােগী থাকায় চিকিৎসা সেবা নিতে আসা রােগী ও তাদের স্বজনদের ভােগান্তিতে পড়তে হচ্ছে। এছাড়াও বহির্বিভাগে প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০জন ডায়রিয়া রােগী চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালে সরজমিনে গেলে দেখা যায়, শনিবার বিকেলে জােনায়েদ হাসান (৬) নামে এক শিশুকে তার নানী ডায়রিয়া ওয়ার্ডে নিয়ে এসেছেন। সিটের অভাবে বেঞ্চে রেখে চিকিৎসা নিতে দেখা যায়। জানা যায়, বিগত একদিন বমি ও ডায়রিয়া হচ্ছে। তাই ডাক্তার পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি করেছেন।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা অপর রােগী মােসাম্মৎ লাইমা আক্তার (৯) এর স্বজনরা বলেন, পরপর ৩-৪ বার পাতলা পায়খানা ও বমি হওয়ায় তাই হাসপাতাল ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। সিট না পেয়ে বাইরে বেঞ্চে স্যালাইন দেয়া হয়েছে। এখন শরীরর অবস্থা ভালাে না, শরীর দুর্বল। সিট না থাকায় আমাদের চরম কষ্ট হচ্ছে।
খাদিজা আক্তার সােনিয়া নামের আরেক রােগীর মা বলেন, আমি হাসপাতাল আমার দুই ছেলেকে নিয় বিগত ১৬দিন চিকিৎসা নিচ্ছি। কয়েকদিন থেকে ওদের পাতলা পায়খানা হচ্ছে। কিছুতেই ভালাে হচ্ছে না। শেষে ডাক্তারর পরামর্শ নিয়ে জেনারেল হাসপাতালে ভর্তি করেছি। প্রথম ১০-১২ দিন বড় ছেলে ইমরান হাসানকে নিয়ে হাসপাতালে ছিলাম। ওর শরীর একটু ভালাে হলে ১১ মাস বয়সী আশরাফুল ইসলাম নাম আরেক সন্তান নিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। হাসপাতালের সিট না পেয়ে দােতলার বারান্দায় মেঝেতে চিকিৎসা দেয়া হচ্ছে।
ফেনী জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে দায়িত্বরত এক নার্স (সেবিকা) জানান, গত এক সপ্তাহ ধরে ফেনীত অতিরিক্ত গরমের কারণ প্রতিনিয়ত ডায়রিয়া রােগীর সংখ্যা বাড়ছে। এক্ষেত্রে আক্রান্তদোর বেশিরভাগই শিশু। চিকিৎসা নিতে আসা রােগীরা তিনদিন, পাঁচদিন ও সাতদিন চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে বাসায় ফেরেন।
ফেনী সদর উপজলার পাঁচগাছিয়ার বিরলী থেকে চিকিৎসা নিতে আসা শিশু নাফিজা আক্তার (৭ মাস) এর স্বজন ফাতেমা বেগম বলেন, গত শুক্রবার বিকেল থেকে তারা জেনারল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পাতলা পায়খানা এখনও কমছে না। তাই তিনি দু:শ্চিন্তায় রয়েছেন।
২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. শামীমা সুলতানা শান্তনা বলন, ঋতু পরিবর্তন ও অতিরিক্ত গরমের কারণ ফেনীত কয়কদিন ধরে ডায়রিয়ার প্রকােপ বাড়ছে। মূলত এই গরম অপরিচ্ছন্ন পরিবেশ তৈরি বাইরের খাবার ও বাসি খাবার খাওয়ার কারণেই ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। আমরা আক্রান্ত রােগীদের সাধ্যমতাে চিকিৎসা দিয়ে যাচ্ছি এবং সচেতনতার জন্য বিভিন পরামর্শ দিচ্ছি।
তিনি আরও বলেন, বিশুদ্ধ পানি পান করতে হবে। ডায়রিয়ার লক্ষণ দেখা দিলে অবশ্যই স্যালাইন খেতে হব। তাতে ডায়রিয়া নিয়ন্ত্রণ না এলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হব। আর সাধারণভাবে এই অতিরিক্ত গরমের সময় বাইরের খাবার এড়িয়ে যেতে হবে। বিশুদ্ধ পানি ও মৌসুমি রসালাে ফল বেশি বেশি খেতে হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন
- » বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে সভা
- » বাম গণতান্ত্রিক জোটের ঢাকা থেকে চট্টগ্রামের রোডমার্চ ফেনী ছাড়লো- দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত
- » সাপ্তাহিক ফেনী সংবাদ এর প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত









