স্টাফ রিপোর্টার :
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য রাত ৮টার পর সারা দেশের দোকান, শপিংমল, মার্কেট, বিপণি বিতান বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এই সিদ্ধান্ত মোতাবেক নির্দেশনা কার্যকর করার উদ্যোগ নেয়া হয়েছে। ফেনীতে রাত ৮টার পর শহর ছাড়া গ্রামেও দোকানপাট বন্ধ রেখে বিদ্যুত সাশ্রয়ী হওয়ার সিদ্ধান্ত হয়। এটি বাস্তবায়নে সাধারণ মানুষের পাশাপাশি সচেতনতা সৃষ্টি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক সভায় এ তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারাম্যান শুসেন চন্দ্র শীল।
উপজেলা পরিষদের চেয়ারাম্যান শুসেন চন্দ্র শীল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে রাত ৮টার পরে সব দোকানপাট বন্ধ থাকবে। এ নির্দেশনা সারা দেশের উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে এবং এটি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।
বক্তব্য রাখেন- ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী, সহকারী কমিনার (ভূমি) লিখন বনিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারাম্যান এ কে শহীদ উল্যাহ খোন্দকার, ছনুয়া ইউপি চেয়ারাম্যান করিম উল্যাহ বিকম, ফাজিলপুর ইউপি চেয়ারাম্যান মো. মুজিবুল হক রিপন প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী জানান, প্রধানমন্ত্রীর দফতর থেকে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোতে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। সেই চিঠিতে রাত ৮টার মধ্যে সারা দেশের সব দোকানপাট-শপিংমল বন্ধ করার নির্দেশনা দেয়া হয়। ওই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন নির্দেশনার বাস্তবায়নে মাঠে কাজ করবে।
সভায় জনপ্রতিনিধি ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এর আগে গত ১৬ জুন প্রধানমন্ত্রীর দফতর থেকে সংশ্লিষ্ট বিভাগগুলোতে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









