স্টাফ রিপোর্টার :
ফেনী জেলা পরিষদের পক্ষ থেকে ৪র্থ ধাপে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সরকারি বরাদ্দকৃত সাড়ে ১৬ লাখ টাকার ত্রাণ বিতরণ কার্যক্রম ২ আগস্ট, মঙ্গলবার সকালে উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা জনগণের সরকার, মানবতাবাদী সরকার। দেশের সকল পর্যায়ের মানুষের কথা চিন্তা করে দেশকে সুন্দরভাবে পরিচালনা করছেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক খায়রুল বশর মজুমদার তপন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
ফেনী জেলা পরিষদের সদস্য ও ফেনী সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফছারে সঞ্চালনায় অন্যান্যের মাঝে বীর মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক আবু তাহের, স্থানীয় পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম তানজিমসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ফেনী জেলার দরিদ্র জনগোষ্ঠী, করোনা মহামারি ও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে সরকারী বরাদ্ধের ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করা হয়েছে । প্রতিজনকে দেওয়া ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, এক কেজি করে মসুর ডাল, চিনি, সয়াবিন তেল ও লবন।
জেলায় ৬টি উপজেলার মোট এক হাজার তিনশত ৫০ টি পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে। এতে ব্যয় প্রায় সাড়ে ১৬ লাখ টাকা ব্যয় হয়েছে ।
এর আগে তিন কিস্তিতে ৪৯ লাখ টাকার খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









