শহর প্রতিনিধি :
ফেনীতে সৌদি রিয়েল আছে বলে প্রতারণাকালে হাতেনাতে তিনজনকে শুক্রবার (১২ আগস্ট) গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় ফেনী মডেল থানায় আবু সালেহ নোমান (৪৮) বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামীদের মধ্যে গ্রেপ্তারকৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার মোকসুদপুর উপজেলার মো: উজ্জল খান (৩০) ও মো: নয়ন ভঙ্গ শেখ (৪১), বরগুনা জেলার প্যাঁ বামনা উপজেলার মো: আব্দুস সালাম (৪১)। এর আগে তাদেরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। বাকী তিনজন পলাতক রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ফেনী সদর হাসপাতালের ক্যাম্পাস মসজিদের ইমাম আবু সালেহ নোমানের কাছে সদর হাসপাতাল মোড়ে সেন্ট্রাল প্লাজার সামনে প্রতারকরা কৌশলে ১২০০ সৌদি রিয়েল আছে বলে একটি ভিম সাবানকে পরিবেস্টিত করে খবরের কাগজ প্যাঁচানো লাল-সবুজ রংয়ের একটি গামছা দিয়ে মোড়ানো সৌদি রিয়েল ভাঙাবে বলে প্রতারণার উদ্দেশ্য উপস্থাপন করলে সন্দেহ হলে তিনি খুলে দেখলে হাতেনাতে প্রতারকরা ধরা পরে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে গণপিটুনিকালে ছয় সদস্যের প্রতারক চক্রের মাঝে তিনজন কৌশলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ তিনজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে। মামলার অপরাপর পলাতক আাসামীরা হলেন- গোপালগঞ্জ জেলার মোকসুদপুর উপজেলার শুক্কুর গা আলী (৫০), বরগুনা জেলার বামনা উপজেলার ইউনুস মল্লিক (৪০) ও গোপালগঞ্জ জেলার মোকসুদপুর উপজেলার বিল্লাল (৩৫)।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, প্রতারক চক্রের তিনজনকে গ্রেপ্তারের পর কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদেরও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









