শহর প্রতিনিধি :
মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে গড়া বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর এখন ঐতিহ্যবাহী ফেনী রেলওয়ে জংশনে অবস্থান করছে। এই যাদুঘরটি দেখতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ভিড় করছে। শোকের মাস আগস্টে সারাদেশেই ঘুরবে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘরটি।
ফেনী জংশনে ভ্রাম্যমান রেল যাদুঘরটি শুক্রবার (১২ আগষ্ট) সকাল ১০টায় উন্মুক্ত করে দেয়া হয়। এসময় যাদুঘরটি পরিদর্শন করেন ফেনী পৌরসভার কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, স্টেশন মাষ্টার মুহাম্মদ হারুন, সহকারী স্টেশন মাস্টার ইমাম উদ্দিন সেন্টু, রেলওয়ে পুলিশ ইনচার্জ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
১২ আগষ্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত (সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত) প্রতিদিন জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে জানান ভ্রাম্যমান রেলওয়ে যাদুঘরের এটেনডেন্ট সুজন সরকার।
বঙ্গবন্ধু যাদুঘর দেখছে নারী-পুরুষ, শিশু, শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী লোকজন। প্রথমদিনেই পাঁচ শতাধিক লোকজন পরিদর্শন করেছেন।
রেলওয়ের এমন প্রশংসনীয় উদ্যোগ এর মাধ্যমে তরুণ প্রজন্ম বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে বুঝতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন কাউন্সিলর খোকন।
জাদুঘর দেখতে আসা দর্শনার্থী আমেনা আক্তার (৩৬) জানান, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। ভ্রাম্যমান যাদুঘরে বঙ্গবন্ধু বিভিন্ন প্রামাণ্য চিত্র দেখে সত্যি মুগ্ধ হয়েছি। রেলওয়ের এমন উদ্যোগের ফলে আমরা ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম।

ফেনী রেলওয়ে স্টেশন মাষ্টার মুহাম্মদ হারুন জানান, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বিভিন্ন তথ্য চিত্রে দৃষ্টিনন্দন জাদুঘরটি আলোকসজ্জা ও সুদৃশ্য ইন্টেরিয়রের ডিজাইনের মাধ্যমে সাজানো হয়েছে৷ শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় ছোট পরিসরে তৈরি করা হয়েছে ফুলের বাগান। আছে পাঠাগারও। যখন যে স্টেশনে যাবে, সেখানে প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীরা এতে প্রবেশ করতে পারবেন। জানতে পারবেন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের অনেক অজানা।

ভ্রাম্যমান রেল যাদুঘরটি দেখতে আসা মোঃ পেয়ার আহম্মেদ (৬৫) জানান, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নানা তথ্য চিত্রে পরিপূর্ণ ভ্রাম্যমান জাদুঘর দেখে খুবই ভালো লাগছে ইতিহাস ।
উল্লেখ্য; আগামী ১৬ ও ১৭ আগস্ট গুনবতী রেল স্টেশনে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর প্রদর্শিত হয়। এর ভ্রাম্যমাণ জাদুঘর রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম স্টেশনে গত ১ আগস্ট উদ্বোধন করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









