স্টাফ রিপোর্টার :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফেনী সদর উপজেলা পরিষদের অর্থায়নে ২৩ লাখ টাকা ব্যয়ে অনগ্রসর মহিলাদের কর্মমুখী করার লক্ষ্যে ও তৃণমূলে খেলাধুলার পরিবেশ বজায় রাখতে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ক্লাব প্রতিনিধিদের মাঝে সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
রোববার, ১৪ আগস্ট ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

প্রধান অতিথি নিজাম হাজারী বলেন, জননেত্রী শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যে কোন অপশক্তি রুখে দিতে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ফেনী সদর উপজেলার পক্ষ থেকে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে অনগ্রসর মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং জাতিকে সুস্থ, সবল, মেধাবী হিসেবে গড়ে তুলতে আগামী প্রজন্মকে মাদক-সন্ত্রাস থেকে বিরত রাখার লক্ষ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন পাটোয়ারী।

এছাড়াও পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেবসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শেষ পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত কর্মমুখী মহিলাদের মাঝে ১৫০টি সেলাই মেশিন, ২৬টি প্রাথমিক বিদ্যালয়, ৩৩টি হাই স্কুল, মাদ্রাসা ও ফেনী প্রেস ক্লাব এবং রিপোর্টার্স ইউনিটিসহ ৩১টি ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি। এতে ব্যয় ধরা হয়েছে ২৩ লাখ ১০ হাজার ৯৭০ টাকা।
এর আগে ফেনী সদর উপজেলা কমপ্লেক্স মসজিদের পুন:নির্মাণে র ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় মোনাজাত পরিচালনা করেন মাওলানা খালেদ সাইফুল্লাহ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









