স্টাফ রিপোর্টার :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ ও কর্ম আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ফেনীতে জেলা যুবলীগের আয়োজনে বৃহস্পতিবার (১৮ আগস্ট) জেলা পরিষদস্থ ড. সেলিম আল দীন মিলনায়তনে আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমেদ ফয়সাল, দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন পাটোয়ারী, সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন মজুমদার, পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু, জেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহাদাত হোসেন রিন্টু, গাজী খালেদ ইমাম জুয়েল, তৌহিদুর রহমান হানিফসহ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
দিদারুল কবির রতন বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আজ যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী তেমন তিনি বিশ্বনেতা। তাই স্বাভাবিকভাবেই স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্রকারী গোষ্ঠী গাত্রদাহে ভুগছে। আগস্ট মাস এলে তাদের গাত্রদাহের মাত্রা বেড়ে যায়। শুরু করে নিত্যনতুন ষড়যন্ত্র। তাই আগস্ট মাসে আমাদেরকে বেশি করে সতর্ক থাকতে হবে। জাতীয় শোককে শক্তিতে পরিণত করে স্বাধীনতাবিরোধী চক্রান্তকারীদের রুখে দাঁড়ানোর প্রত্যয়ে নিজেদেরকে ঐক্যবদ্ধ করতে হবে।

চিত্রাংকন প্রতিযোগিতায় বিচারক ছিলেন প্রধান শিক্ষক সুব্রত নাথ ও সিনিয়র শিক্ষক বিপুল সরকার।

জানা যায়, শোকাবহ আগস্ট মাসে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় শিশুদের অংশগ্রহণে তিন গ্রুপে চিত্রাংকন প্রতিযোগিতা ও বিভিন্ন বয়সীরা বঙ্গবন্ধুকে নিয়ে আবৃত্তিতে অংশ নেন। শিক্ষার্থীরা ক-গ্রুপে উন্মুক্ত, খ-গ্রুপে বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুদ্ধ এবং গ-গ্রুপে যুবক মুজিবের প্রতিকৃতি অংকন করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









