পরশুরাম প্রতিনিধি :
ফেনীর পরশুরামে একজন স্কুল শিক্ষার্থীকে ইভটিজিং করার অপরাধে এক বখাটের দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার নাম কালাম উদ্দিন (৩২)। তিনি উপজেলার চিথলিয়া ইউনিয়নের মধ্যম চন্দনা গ্রামের আবদুল মুনাফের ছেলে ও পেশায় একজন অটোরিকশা চালক।
২৪ আগস্ট, বুধবার সন্ধ্যায় তাকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড দেওয়ার পর পরশুরাম থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পরে তাকে পুলিশের মাধ্যমে ফেনী জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
ওইদিন বিকেলে পরশুরাম উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দা শমসাদ বেগম ভ্রাম্যমান আদালত বসিয়ে এ আদেশ দেন।
ভূক্তভোগী পরিবার ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার স্থানীয় একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণির একজন ছাত্রী বিদ্যালয়ে মধ্যহ্ন বিরতী সময় দুপুরের খাবার খেতে বাড়ীতে যাওয়ার পথে অভিযুক্ত অটোরিকশা চালক কামাল উদ্দিন পথিমধ্যে তাকে একা পেয়ে পথরোধ করে নানা ধরনের কটুক্তি ও উত্ত্যক্ত করে। এক পর্যায়ে ওই ছাত্রীকে তার অটোরিকশায় তোলারও চেষ্টা করে। ওই ছাত্রী বাড়ীতে গিয়ে তার পরিবারকে বিষয়টি জানায়। ছাত্রীর বাবা তার মেয়ের সাথে পথিমধ্যে উত্যক্তের বিষয়টি তাৎক্ষণিক ভাবে স্থানীয় চিথলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জসিম উদ্দিনকে জানায়। চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বিষয়টি তখনই পরশুরাম থানার পুলিশকে অবহিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া অনুরোধ জানায়। অভিযোগ পেয়ে পরশুরাম থানা পুলিশ ওই ইউনিয়নের গ্রাম পুলিশের সহযোগিতায় ওই অটোরিকশা চালক কামাল উদ্দিনকে স্থানীয় রাজষপুর বাজার থেকে আটক করে পরশুরাম থানায় নিয়ে যায় । বিকেলে তাকে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্ষালয়ে হাজির করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অটোরিকশা চালক কামাল উদ্দিনকে ইভটিজিংয়ের কথা জিঞ্জাসা করেন। কামাল উদ্দিন নিজেই স্বীকার করেন। তখন ভ্রাম্যমান আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
পরশুরাম উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম জানান, ইভটিজিংয়ের অপরাধ স্বীকার করায় ৫০৯ ধারায় তাকে দুই মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো সাইফুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা মোতাবেক তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









