স্টাফ রিপোর্টার :
ফেনীতে ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টিসিবি এবং ওএমএস কার্যক্রম। জেলার ৬টি উপজেলায় ৬০ হাজার ৯৫৪ পরিবারকে প্রতিমাসে দুই দফায় ৫ করে ১০ কেজি ওএমএস চাল দেওয়া হচ্ছে। ভোক্তারা ৩০ টাকায় কেজির এ চাল একমাসে ৫ কেজি করে দুই ধাপে নির্ধারিত ডিলার থেকে সংগ্রহ করতে পারবেন।
বুধবার ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংকালে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
এসময় তিনি বলেন, টিসিবির কার্ডধারী ব্যক্তিদের ওএমএস চাল সংগ্রহে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে জেলার যে কোন নাগরিক সপ্তাহের শুক্র ও শনিবার ব্যতিত যে কোন দিন এ চাল সংগ্রহ করতে পারবেন। ফেনী সদর উপজেলায় ৬ জন ও অন্য ৫ উপজেলায় ১৭ জন নিয়োগকৃত ডিলারের নিকট দৈনিক ৪৬ মেট্টিক টন চাল ৩০ টাকা কেজি দরে বিক্রির জন্য দেওয়া হবে।
ওএমএস সুবিধাভোগীর মাঝে ফেনী সদর উপজেলায় ২০,৮৪৫ জন, ছাগলনাইয়া উপজেলায় ৮৭০২ জন, সোনাগাজী উপজেলায় ১০,১৬৪ জন, পরশুরাম উপজেলায় ৭৫৪৬ জন, দাগনভূঞা উপজেলায় ৯৪২১ জন ও ফুলগাজী উপজেলায় ৪২৭৬ জন কার্ডধারী ওএমএস এর চাল সংগ্রহ করতে পারবেন।
জেলা প্রশাসক আরো জানান, ওএমএস এর পাশাপাশি জেলায় টিসিবির কার্ডধারীদের পণ্য সরবরাহ করা হবে। একই কার্ডে ওএমএস এর চাল সংগ্রহে অগ্রাধিকার দেওয়ার জন্য ডিলারদের নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা জুড়ে ওএমএস ও টিসিবির কার্যক্রম সঠিক ও যথাযথভাবে তদারকি এবং বিতরণের জন্য ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এক্ষেত্রে কোন অনিয়ম হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেয়ার হুশিয়ারীও দেন জেলা প্রশাসক।
সাংবাদিকদের অবহিতকরণকালে জেলা অতিরিক্ত জেলা প্রশাসক মোমেনা আক্তার, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন পাটোয়ারী, জেলা খাদ্য নিয়ন্ত্রক রুপম চাকমা, উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”