স্টাফ রিপোর্টার
ফেনীতে স্কুল পর্যায়ের ৪৯তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জমজমাট পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বুধবার বিকেলে ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এ সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।
জেলা শিক্ষা কর্মকর্তা কাজী সেলিম উল্যার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. বদরুল আলম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মোমেনা আক্তার, ফেনী পৌরসভার কাউন্সিলর ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য উদ্দিন বাহার। দিনব্যাপী এই প্রতিযোগিতা শেষে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিকেলে বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ
পুরস্কার তুলে দেন। জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের স্কুল -মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ এবং ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ।
এতে জেলা পর্যায়ে ফুটবলে, (বালক) চ্যা¤িপয়ন হয়েছে মঙ্গলকান্দি হাই স্কুল, রানার্স আপ হয়েছে বক্স মাহমুদ হাই স্কুল। ফুটবলে (বালিকা) চ্যা¤িপয়ন হয়েছে বিষ্ণুপুর হাই স্কুল, রানার্স আপ হয়েছে ফেনী বালিকা বিদ্যানিকেতন। হ্যান্ডবল (বালক) প্রতিযোগিতায় চ্যা¤িপয়ন হয়েছে পরশুরাম সরকারি পাইলট হাই স্কুল, রানার্স আপ হয়েছে জিএমহাট হাই স্কুল, হ্যান্ডবল (বালিকা) চ্যা¤িপয়ন হয়েছে বিষ্ণুপুর হাই স্কুল, রানার্সআপ হয়েছে কালিকাপুর বাশারত উল্লাহ উচ্চ বিদ্যালয়।
কাবাডিতে (বালক) প্রতিযোগিতায় চ্যা¤িপয়ন হয়েছে চারগ্রাম সমিতি আদর্শ উচ্চ বিদ্যালয়, রানার্স আপ হয়েছে পাঁচগাছিয়া এজেড খান স্কুল এন্ড কলেজ, কাবাডি (বালিকা) চ্যা¤িপয়ন হয়েছে বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়, রানার্সআপ হয়েছে রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়।
দাবা বালক (বড়) প্রতিযোগিতায় চ্যা¤িপয়ন হয়েছে ফেনী জিএ একাডেমী, রানার্সআপ হয়েছে আলী আজম উচ্চ বিদ্যালয়। বালক (মাধ্যম) প্রতিযোগিতায় চ্যা¤িপয়ন হয়েছে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, রানার্সআপ হয়েছে বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়।
১০০ মিটার সাঁতার বালক (বড়) প্রতিযোগিতায় চ্যা¤িপয়ন হয়েছে চারগ্রাম সমিতি উচ্চ বিদ্যালয়, রানার্স আপ হয়েছে লক্ষ্মীপুর বায়তুশ শরফ ইসলামিয়া মাদ্রাসা। ১০০ মিটার সাঁতার বালিকা (বড়) প্রতিযোগিতায় চ্যা¤িপয়ন হয়েছে বিষ্ণুপুর হাই স্কুল, রানার্সআপ হয়েছে ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন