বিশেষ প্রতিনিধি
ফেনীতে নিত্যদিনের সমস্যায় রূপ নিয়েছে আবাসিক গ্রাহকদের গ্যাস সংকট। প্রতিদিনই সকাল থেকে নিভু নিভু অবস্থায় গ্যাস থাকায় মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে রান্নার কাজে গৃহিনীদেরকে। কয়েক বছর ফেনীতে গ্যাস সংকট থাকলেও কয়েকদিন ধরে এ সমস্যা আরও ব্যাপক আকার ধারণ করেছে। গ্যাস সংকটের কারণে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষেরা পড়েছেন মহাবিপদে। তারা লাইনে সাপ্লাই পাওয়া গ্যাসের পাশাপাশি সিলিন্ডার গ্যাস ক্রয় করায় ভোগান্তির শেষ নেই বলে জানান। নিম্নবিত্তের বাসিন্দাদের মধ্যে অনেকেই জ্বালানি কাঠ ব্যবহার করে কোনো রকম রান্নাবান্না করতে পারলেও বহুতল ভবন ও দালান ঘরের বাসিন্দারা খড়-লাকড়ি ব্যবহার করতে না পারায় তাদের বাধ্য হয়ে গ্যাস সিলিন্ডার ক্রয় করতে হচ্ছে। কর্তৃপক্ষের দাবি, বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস সরবরাহ বেড়ে যাওয়ায় আবাসিকের চাপ কমেছে। এ বিষয়ে বাখরাবাদ গ্যাস অফিস থেকে কার্যত কোনো ব্যবস্থা না নেওয়ায় গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
জানা যায়, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কার্যালয় ফেনীর আওতায় প্রায় ৩২ হাজার গ্রাহক রয়েছে। ফেনীর ছয়টি উপজেলার বিভিন্ন এলাকায় এসব গ্রাহকরা নিরবচ্ছিন্ন গ্যাস সংযোগ পাওয়ার শর্তে নিয়মিত বিল পরিশোধ করে থাকেন। কিন্তু বিগত কয়েক মাস ফেনী শহর, সদর উপজেলার পাঁচগাছিয়া, দাগনভূঞা উপজেলার রাজাপুর, সিন্দুরপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার আবাসিক গ্রাহকরা নিয়মিত গ্যাস পাচ্ছেন না বলে অভিযোগ করছেন।
গ্রাহকরা জানান, ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী, রতনপুর, দাগনভূঞা উপজেলার রাজাপুর, বক্তারপুর, জয়নারয়ণপুর, মোল্লাঘাটা, গনিপুর, সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর, শরীফপুর, সাদেকপুর ও ফেনী শহরের পূর্ব উকিল পাড়া, পেট্টোবাংলা, বাঁশপাড়া, সহদেবপুর, আলোকদিয়া, শহরের পুরাতন পুলিশ কোয়াটার, শান্তি কোম্পানী এলাকা, রামপুরসহ শহর ও আশপাশের প্রায় সব গ্রাহকই কমবেশি গ্যাস সমস্যায় রান্নার কাজে বিড়ম্বনার শিকার হচ্ছেন।
অধিকাংশ গ্রাহকের অভিযোগ, ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কমতে থাকে গ্যাসের চাপ। একপর্যায়ে সকাল ৭টা থেকেই চাপ কমে গ্যাসের চুলা বন্ধ হয়ে যায়। দুপুরের দিকেও থাকে একই অবস্থা। তাদের দাবি, নিয়মিত বিল পরিশোধ করেও গ্যাস পাচ্ছেন না। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বারবার অবহিত করলে তারা কোনো উদ্যোগ নিচ্ছেন না।
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের গ্রাহক আমিনুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে গ্যাস আসে আবার সকাল ৭টার দিকে চলে যায়। তাই সিলিন্ডার ব্যবহার করতে বাধ্য হয়েছি। এতে করে লাইনের গ্যাসের বিলও দিতে হচ্ছে আবার সিলিন্ডার ব্যবহার করে রান্নার কাজ করতে হচ্ছে।
দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের গৃহিনী ফেরদৌস আরা জানানÑসকাল থেকে বাসা-বাড়িতে রান্নার চুলার লাইনে গ্যাস না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক সময় ছেলে-মেয়েরা দুপুরে স্কুল থেকে এসে না খেয়ে স্কুলে যেতে হচ্ছে।
ফেনী শহরের এক বাড়ির মালিক জানান, তার সাততলা বিল্ডিংয়ে ১৪টি গ্যাসের চুলা ব্যবহার করা হয়। প্রায় প্রতিদিনই গ্যাসের সমস্যা নিয়ে ভাড়াটিয়ারা অভিযোগ করছেন। বারবার গ্যাস অফিসে যোগাযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছে না। এমতাবস্থায় ভাড়াটিয়ারা গ্যাসের বিল দিতে চাচ্ছে না।
বাখরাবাদ ফেনী শাখার ব্যবস্থাপক বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির সংকট রয়েছে। বিদ্যুতের জ্বালানি হিসেবে বর্তমানে গ্যাসের ওপর চাপ বেড়েছে। এ মুহূর্তে বিটিসিএল আবাসিক এলাকায় গ্যাস সরবরাহ কমিয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস সরবরাহ একটু বেশি করছে। এ কারণে গ্যাসসংকট রয়েছে।’
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন