বিশেষ প্রতিবেদক
ফেনীতে রোববার সকালে পৃথক ভাবে দুর্ঘটনায় একজন, বিদ্যুৎস্পৃষ্ঠে একজন, টিকটক করতে গিয়ে এক কিশোর ও বজ্রপাতে একজন কৃষকসহ চারজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে রাজমিস্ত্রী মো. হৃদয় (১৭), টিকটক করতে গিয়ে প্রনব দেবনাথ (১৫), সড়ক দুর্ঘটনায় ননী গোপাল নাথ (৯০) ও মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মীর হোসেন চৌধুরী (৫০) মারা গেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, রোববার সকালে ফেনী শহরের পূর্ব ডাক্তারপাড়ায় একটি ভবনের ফাইলিংয়ের কাজ করার সময় মো. হৃদয় (১৭) নামে একজন শ্রমিকের হাতের সাথে পাশের দেওয়ালে হাত লাগে। ওই দেওয়ালে বিদ্যুতের ছেড়া তার তার হাতে লেগে আহত হয়। এসময় তার বাবা আজাহারুল হকসহ অন্য শ্রমিকরা তাকে সেখান থেকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। লাশ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে একজন শ্রমিকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
অপরদিকে গত শনিবার রাতে ঘরের মধ্যে গলায় ফাঁসির মত করে রশি লাগিয়ে টিকটক করার সময় প্রনব দেবনাথ (১৫) নামে একজন স্কুলছাত্র গুরুতর ভাবে আহত হয়। তাকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরক চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সে ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের কেসব চন্দ্র দেবনাথের ছেলে এবং স্থানীয় স্কুলের ১০ম শ্রেণির ছাত্র ছিল। তার লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার জানান, রোববার সকালে তাঁর ইউনিয়নের ধলিয়া চকবস্তা গ্রামের বাসিন্দা মীর হোসেন চৌধুরী (৫০) নামে একজন কৃষক বাড়ীর পাশে খালে মাছ ধরতে যান। এসময় মাছ ধরার সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাঈন উদ্দীন একজন কিশোর টিকটক করতে গিয়ে গলায় ফাঁস লেগে এবং একজন কৃষক মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেন।
এদিকে দাগনভূঁঞা উপজেলার রাজাপুর গ্রামের বৃদ্ধ ননী গোপাল নাথ (৯০) রোববার সকালে বাড়ীর পাশে ফেনী-সোনাইমুড়ি সড়কের রাজাপুর মোল্লা বাড়ী নামক স্থান দিয়ে সড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকসা তাকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। স্বজনরা জেলা প্রশাসনের অনুমতিক্রমে বিনাময়নাতদন্তে তার লাশ বাড়ী নিয়ে গেছে।
দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









