সোনাগাজী প্রতিনিধি
সোনাগাজীর ব্যবসায়ী দেলোয়ার হোসেন হত্যায় জড়িত দুই ঘাতককে লক্ষীপুর থেকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। সোমবার রাতে সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসকুর রহমান ও ওসি খালেদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের লক্ষীপুর সদর উপজেলার চরমোহন গ্রাম থেকে গ্রেপ্তার করেন। ধৃত ঘাতক রুবেল ও আব্দুর রহমান ওই এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারের বিষয়ে মঙ্গলবার বিকালে সংবাদ সমে¥লনের আযোজন করেন জেলা পুলিশ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া সুলতানা বলেন,চেতনাণাশক খাইয়ে টাকা ছিনতাইয়ের পর অভিযুক্তরা নিজ জেল লক্ষীপুরে পালিয়ে যায়। পরে সোনাগাজী মডেল থানা পুলিশ সিসিটিভি ফুটেজে তাদের শনাক্ত করেন। এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে পুলিশ তাদের ধরতে অভিযান চালায়। অভিযুক্তরা ঘন ঘন অবস্থান পরিবর্তন করায় পুলিশ তাদের ধরতে বেগ পেতে হয়েছে। টানা তিন দিন লক্ষীপুর অবস্থান করে পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের ৩৬ হাজার টাকা ও দুইটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। রাতে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তারা ছিনতাই করার কথা স্বীকার করে সহযোগী আরো কয়েকজনের নাম প্রকাশ করেন। পরে মঙ্গলবার দুপুরে তাদের ফেনীর চীপ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে রুবেল দায় স্বীকার করে জবানবন্ধি প্রদান করেছে। তিনি আরো বলেন, ধৃতরা পেশাদার ছিনতাইকারী।তাদের বিরুদ্ধে একাধিক ছিনতাই ও নারী নির্যাতনের মামলা রয়েছে। ছিনতাইয়ের সাথে জড়িত অপর অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
প্রসঙ্গত গত ৮ সেপ্টেম্বর সেনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ব্যবসায়ী দেলোয়ার হোসেন পৌরসভার ইসলামী ব্যংক থেকে দুই লাখ টাকা উত্তোলন করে ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়ে। ছিনতাইকারীরা তাকে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে দুই লাখ টাকা ছিনতাই করে রাস্তায় পেলে যায়। স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ নিয়ে গেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় ১৩ সেপ্টেম্বের ব্যবসায়ীর ছেলে গোলাম মাওলা বাদি হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ফেনীর সোনাগাজীতে জেলা শিবিরের আয়োজনে জুলাই শহীদ স্মৃতি আন্ত: থানা ফুটবল টুর্নামেন্ট
- » ফেনীর সোনাগাজীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত-১
- » মুক্তিযুদ্ধের সংগঠক এনামুল হক এনাম মিঞার ২২তম মৃত্যু বার্ষিকী ১৮ এপ্রিল
- » সোনাগাজীর ভোরবাজারে বিএনপি পরিবারের আয়োজনে ইফতার মাহফিল
- » ফেনীর সোনাগাজীতে ভার্চুয়ালী সভায় তারেক রহমান- সংস্কারের নামে ষড়যন্ত্র চলছে কিনা সজাগ থাকতে হবে
- » সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর ৫ দিনের রিমান্ড
- » বজ্রপাতে প্রাণ হারালো যুবক
- » সোনাগাজীতে অপহৃত স্কুলছাত্রী ৪ দিন পর উদ্ধার
- » সোনাগাজীতে স্কুল ভবন নির্মাণের দাবীতে মানববন্ধন
- » ফেনী সদর, দাগনভূঞা, সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা