বিশেষ প্রতিবেদক
জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ফেনীতে নানা ভোগান্তির মধ্য দিয়ে চার ঘন্টার অধিক সময় পার করেছে জেলার বিভিন্ন হাসপাতালে রোগী সহ সাধারন মানুষ। মঙ্গলবার দুপুর দুইটার পর পর জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় ঘটে আর বিদ্যুৎ সংযোগ আসে প্রায় ৬ টার দিকে। তবে এসময় জেলার কোনো সরকারি-বেসরকারি হাসপাতালে অপারেশন কার্যক্রম চলমান ছিল না।
সাধারণত সরকারি হাসপাতালগুলোতে দুপুর ২ টার পর জরুরি কোনো অপারেশন না থাকলে থিয়েটার বন্ধ থাকে। কিন্তু তারপরও সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে রোগীরা চরম ভোগান্তিতে পড়ে। সরকারি হাসপাতালগুলোতে সাধারণ ওয়ার্ড সমূহে বৈদ্যুতিক পাখা বন্ধ ছিল। ফলে প্রচণ্ড গরমে রোগীদের ভোগান্তিতে পোহাতে হয়েছে। তবে বেসরকারি হাসপাতাল সমূহে জেনারেটর দিয়ে এ সময় বিদ্যুৎ সরবরাহ করা হয়।
ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা: আসিফ ইকবাল জানান, হাসপাতালের প্যাথলজি বিভাগের বিদ্যুৎ বিপর্যয়ের ফলে সামান্য কিছু রিয়েজেন্ট নষ্ট হয়েছে। আইসিইউতে বিকল্প ব্যবস্থা হিসেবে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সাধারণভাবে এই পরিস্থিতি মোকাবেলা করা হয়েছে। সাধারণ ওয়ার্ডে বৈদ্যুতিক পাখা চালানো যায়নি। এ সময় রোগীদের কিছুটা কষ্ট করতে হয়েছে।
ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা: রুবাইয়াত বিন করিম জানান, হাসপাতালে এ সময় কোন অপারেশন কার্যক্রম ছিলনা । ৩১ শয্যার হাসপাতালে ৩৩ জন রোগী ভর্তি আছে। বিদ্যুৎ বিপর্যয়ের সময় সাধারণ ওয়ার্ডসমূহ বৈদ্যুতিক পাখা চলে নি। এটুকু সমস্যা অতিক্রম করতে হয়েছে।
এদিকে ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শুসেন চন্দ্র শীল জানান, বিদ্যুৎ বিপর্যয় এর এই চার ঘন্টায় বিকল্প ব্যবস্থা হিসেবে তারা সবগুলি পুজা পন্ডপে জেনারেটর ব্যবহার করেছেন। ফলে তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি।
অপরদিকে পেট্রোল পাম্প গুলিতে বিদ্যুৎ বিপর্যয় এর ফলে তেল বিক্রি বন্ধ ছিল। ফলে মোটর সাইকেল চালকদের এদিক-সেদিক ছুটাছুটি করতে দেখা গেছে। তারা খোলা বাজার থেকে বোতলে ভরে তেল কিনেছেন বিভিন্ন জায়গায়।
ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো: হারুন উর রশীদ জানান, বিদ্যুৎ বিপর্যয় এর এই সময়ে ফেনীর সবগুলো বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে বিকল্প ব্যবস্থা হিসেবে জেনারেটর চালু রাখা হয়েছিল। তবে এ সময় এসি চলেনি। ফলে তেমন কোন সমস্যায় পড়তে হয়নি।
মো: ইউছুপ নামে এক সাধারণ ব্যবসায়ী জানান,চারঘন্টা বিদ্যুৎ না থাকায় আমার ব্যবসায়ে অনেক ক্ষতি হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









