দাগনভূঁঞা প্রতিনিধি
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঁঞা) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর বহরের একটি গাড়ীর ধাক্কায় একজন ব্যাটারী চালিত রিকশা চালকের দুই পা ভেঙে গেছে। এছাড়া তার মাথায়ও মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছে। তার নাম আইয়ুব আলী (৬০)। তিনি ফেনীর দাগনভূঁঞা উপজেলার জগতপুর গ্রামের বাসিন্দা ও পেশায় একজন রিকশা চালক।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে দাগনভূঁঞা থেকে সোনাগাজী যাওয়ার পথে ফাজিলের ঘাট রোডের রামানন্দপুর গ্রামের কালার টেক নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পর আহত ব্যক্তিকে প্রথমে দাগনভূঁঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
দাগনভূঁঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা (ইউএইচএফপিও) তৌহিদুল ইসলাম জানান, দূর্ঘটনায় ওই ব্যাক্তির দুটি পা ভেঙে গেছে এবং মাথায়ও আঘাত পেয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত রিকশা চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ওই রিকশা চালক সংসদ সদস্যের গাড়ির পেছনের বহরের অন্য একটি মাইক্রোবাসের ধাক্কায় সড়কের বাইরে ছিটকে পড়ে। এতে মারাত্মক ভাবে আহত হয়।
দাগনভূঁঞা পৌরসভার মেয়র ও দাগনভূঁঞা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক খাঁন জানান, সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে কথা হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসার বিষয়টি দেখভাল করার জন্য মেয়রকে বলেছেন। মেয়র ফারুক এরই মধ্যে নিজ খরচে আহত রিকশা চালককে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠিয়েছেন।
জানতে চাইলে সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী জানান, তিনি বিষয়টি শুনেছেন। এব্যাপারে আর্থিক সহ সব ধরনের সহযোগিতা ও খোঁজ খবর নেওয়ার জন্য পৌর মেয়রকে বলা হয়েছে। তিনি নিজেও প্রয়োজনীয় সহযোগিতা করবেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









