নিজস্ব প্রতিবেদক ঃ
ফেনীতে নিখোঁজের দুইদিন পর গ্রামের একটি পুকুর থেকে একজন সবজি বিক্রেতার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম হাকিবুল ইসলাম হাসিব (২৫)। তিনি ফরিদপুর আলফাডাঙ্গার জাটি গ্রামের মো. নাজিম উদ্দিনের ছেলে ও পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন। রোববার সকালে পুকুর থেকে তার লাশটি তুলে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
পুলিশ ও পারিবারিক সুত্র জানায়, হাকিবুল ইসলাম হাসিব ঠেলাগাড়ীতে ফেরী করে ফেনীতে সবজি বিক্রী করতো। ফেনী শহরের মহিপাল এলাকায় সরকারি সার্কিট হাউজের পাশে চায়না টাওয়ার সংলগ্ন একটি কলোনীতে ভাড়াবাসায় পাঁচ মাসের অন্তসত্বা স্ত্রীকে নিয়ে থাকতেন।প্রায় দুই বছর আগে বিয়ে করেন। গত শুক্রবার বিকেলে হাসিব ওই কলোনীর বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে যায়নি। স্বজনরা সম্ভাব্য সব যায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন খোঁজ পাওয়া যায়নি। গ্রামের বাড়ী খবর পৌঁছার পর তার মা তাহমিনা বুলবুল শিখা ছেলের সন্ধানে ফরিদপুর থেকে ফেনীতে ছুটে আসেন। তিনি শনিবার ফেনী সদর মডেল থানায় গিয়ে ছেলের নিখোঁজের সংবাদ জানায়।
রোববার সকালে হাসিবের বাসা থেকে প্রায় এক কিলোমিটার দূরে উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের পশ্চিম বিজয়সিংহ হাজী আমির হোসেন মোল্লা বাড়ীর পুকুরে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ফেনী মডেল থানার পুলিশ ওই স্থানে গিয়ে পুকুর থেকে ভাসমান লাশটি উদ্ধার করে নিখোঁজ সবজি বিক্রেতা হাসিবের মাকে খবর দেন। সাকিবের মা তাহমিনা বুলবুল শিখা সেখানে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন। এরপর পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন নিখোঁজের দুইদিন পর একজন সবজি বিক্রেতার লাশ পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। ওসি জানান, ওই লাশের শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়নি। তিনি বলেন, ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারন বেরিয়ে আসবে বলে পুলিশ ধারনা করছে। আপাতত এ ঘটনায় ফেনী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









