ফেনীতে প্রথম আলো বন্ধুসভার অনুষ্ঠানে জেলা প্রশাসক
শহর প্রতিনিধি
ফেনীতে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে জেলার শ্রেষ্ঠ পাঁচজন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল বুধবার শহরের ডা. সাজ্জাদ মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষকরা হচ্ছেন জাতি গঠনের কারিগর। তাই শিক্ষকদের সম্মানিত করা মানে জাতিকে সম্মানিত করা। শিক্ষকদের যথাযথ মর্যাদা দিতে না পারলে, দেশের যতই উন্নতি হোক, সেটা টেকসই হবে না। আজ শিক্ষকদের সম্মাননা দেওয়ায় আমরা নিজেরাও আনন্দিত।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রথম আলো ফেনী বন্ধুসভার সভাপতি মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ, সহকারি শিক্ষা কর্মকর্তা মো. মোসাদ্দেক হোসেন, জয়নাল হাজারী কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল হালিম ও প্রথম আলোর জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের।
প্রথম আলো ফেনী বন্ধুসভার সাবেক সভাপতি শেখ আশিকুন্নবী সজীব ও সাধারণ সম্পাদক বিজয় নাথের যৌথ সঞ্চালনায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফেনী বন্ধুসভার উপদেষ্টা শেখ নুর উদ্দিন চৌধুরী মামুন, মো. হারুন উর রশিদ, মহিবুল হক চৌধুরী রাসেল ও প্রথম আলোর সোনাগাজী প্রতিনিধি মো. আমজাদ হোসাইন। এসময় উপস্থিত ছিলেন- নোয়াখালী সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ সামছুদ্দিন, দৈনিক মানবজমির প্রতিনিধি নাজমুল হক শামীম, দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, সাহিত্য সম্পাদক নুরুল আমিন হৃদয়, দীপ্ত টিভি জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, ইয়াসিন খোন্দকারসহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন। অনুষ্ঠান শেষে বন্ধুসভার পক্ষ থেকে পাঁচজন শ্রেষ্ঠ শিক্ষককে ফুলের তোঁড়া দিয়ে বরণের পাশাপাশি সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত পাঁচজন শিক্ষক হলেন- ফেনী সদর উপজেলার বালুয়া চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সি দেলোয়ার হোসেন, পরশুরাম উপজেলার চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা আখতার, দাগনভূঞা উপজেলার এনায়েত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাজেশ মজুমদার, ছাগলনাইয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রোকশানা আক্তার ও সোনাগাজী উপজেলার পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুহাম্মদ শাহ আলম। সম্মাননাপ্রাপ্ত পাঁচজন শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্প্রতি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









