পরশুরাম প্রতিনিধি :
ত্যাজ্য পুত্র করবে বলায় বাবাকে পিটিয়ে হত্যা করেছে এক পাষন্ড ছেলে। নিহতের নাম আবদুল মমিন (৬৫)। তিনি পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের পূর্ব আলকা গ্রামের তাজু কন্ট্রাকটারের পুরাতন বাড়ীর বাসিন্দা ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় নিজ বাড়ীতে বসতঘরের মধ্যে এ নির্মম ঘটনাটি ঘটেছে। রাত সাড়ে ১২টায় তিনি ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ওই বৃদ্ধের মেয়ে পানু আক্তার বাদী হয়ে রাতেই পরশুরাম মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ বৃদ্ধের ছেলে মো. ফারুক ওরফে রাজিব (৩৫) ও তার শ্যালক আবদুল মজিব ওরফে সুমনকে (৩২) গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পরশুরামের চিথলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড পূর্ব অলকা গ্রামের বাসিন্দা আবদুল মমিনের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছেলে-মেয়েদের বিয়ে হয়েছে। ছেলে মো. ফারুক ওরফে রাজিব পেশায় একজন দলিল লেখক। ছেলের সাথে বাবার ভাল সম্পর্ক ছিল না। আবদুল মমিন ও তার স্ত্রী গ্রামের বাড়ীতে থাকতেন। ছেলে মো. ফারুক স্ত্রী সন্তান নিয়ে পরশুরাম উপজেলা সদরে বাসা ভাড়া নিয়ে থাকতেন। দুই মেয়ে তাদের স্বামীর বাড়ীতে থাকেন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ছেলে মো. ফারুক ওরফে রাজিব (৩৫) ও তার শ্যালক আবদুল মজিব ওরফে সুমনকে (৩২) সাথে নিয়ে গ্রামের বাড়ীতে যান। বৃদ্ধ আবদুল মমিন তখন ঘরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় ঘরে ঢুকেই ছেলে তার বাবার কাছে জানতে চায়-তার মাকে নির্যাতন কেন করা হয়। এনিয়ে বাপ-ছেলের কথা কাটাকাটি ও তর্ক বিতর্কের এক পর্যায়ে বাবা ক্ষুব্দ হয়ে তাকে (ছেলে) ত্যাজ্য পুত্র করবে বলে জানায়। এ কথা শুনে ছেলে আরও ক্ষুব্দ হয়ে ঘরে থাকা রান্নার লাকড়ী দিয়ে বাবাকে এলোপাথাড়ী পিটিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে। এরপর মাকে শিখিয়ে দেন ‘বাড়ীতে ডাকাতের হামলায় তার বাবা আহত হয়েছে’। এরপর ছেলে ফারুক ও তার শ্যালক আবদুল মজিব সুমন দ্রুত বাড়ী থেকে চলে যায়। শোর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে বৃদ্ধ আবদুল মমিনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দ্রুত ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। ফেনী জেনারেল হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় বাবা আবদুল মমিন মারা যায়। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এঘটনায় বৃদ্ধের মেয়ে পানু আক্তার বাদী হয়ে পরশুরাম মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ছেলে মো. ফারুক ওরফে রাজিব ও তার শ্যালক আবদুল মজিব ওরফে সুমনকে গ্রেপ্তার করেছে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বাবাকে হত্যার ঘটনায় তার মেয়ে বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, রাতেই ছেলে ও তার শ্যালককে গ্রেপ্তার করা হয়। লাশ মর্গে রয়েছে। গ্রেপ্তার দুইজনকে শুক্রবার ফেনীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন