অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ |
ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যে কারও জ¦র হলে শুরু থেকেই যেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেয়, দেরি না করে। অনেকেই দেরি করে। ভাবে দেখি, ভাইরাস ভালো হয়ে যাবে। কিন্তু পরে যখন রোগী সিরিয়াস হয়ে যায়, তখন চিকিৎসা দেরি হয়ে যায়। দেরি হয়ে গেলেই সমস্যা হয়। জ¦র হলেই যদি টেস্ট করে, ডায়াগনস্টিক যদি হয়ে যায়, সে অনুযায়ী চিকিৎসা চললে সহজ হয়। পরে যখন আসে, তখন রোগী জটিল হয়ে যায়। এ জন্য চিকিৎসার ব্যাপারে সবাই যেন সতর্ক থাকে।
অনেকেই মনে করে ডেঙ্গু হলেই ব্লাড দিতে হবে। যদি হিমোগ্লোবিন ভালো থাকে, কোনো ব্লিডিং নেই, তাহলে ব্লাড দেওয়ার কোনোই দরকার নেই। যদি কারও ব্লিডিং প্রচুর হয়, হিমোগ্লোবিন কমে যায়, সেখানে ব্লাডের দরকার হয়। রেগুলার ব্লাড, এমনকি প্লাটিলেট দেওয়ারও কোনো দরকার নেই। চিকিৎসক যদি মনে করেন, নির্দিষ্ট রোগীর ক্ষেত্রে প্লাটিলেট দেবেন কিন্তু সাধারণত লাগে না। সবাই প্লাটিলেটের জন্য অস্থির হয়ে যান, এটা ঠিক নয়। সাধারণত প্লাটিলেট ১০ হাজারের নিচে না নামলেও খুব সিরিয়াস কিছু হয় না। আক্রান্তের পাঁচ-ছয় দিনের মধ্যে প্লাটিলেট কমে, আবার পাঁচ-সাত দিনের মধ্যে এমনিতেই প্লাটিলেট বেড়ে যায়। রোগী যদি খেতে পারে, তাহলে অতিরিক্ত প্লাটিলেট লাগে না। প্রচুর গ্লুকোজ, ডাব, পানি ও তরল খাবার বেশি খেতে হবে। বমি যদি বেশি হয়, তখন হাসপাতাল নিয়ে স্যালাইন, ফ্লুইড দিতে হবে। এটাই সবচেয়ে বেশি।
ডেঙ্গুর চিকিৎসা উপসর্গ অনুযায়ী দেওয়া হয়। ডেঙ্গুর জন্য কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নেই। ভাইরাসের প্রতিরোধে কোনো অ্যান্টিবায়োটিক নেই। যদি কারও সেকেন্ডারি ইনফেকশন হয়, সে ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিতে হয়। এ ছাড়া লাগে না। ডেঙ্গুর সঙ্গে যদি টাইফয়েড, ইউরিন ইনফেকশন, বুকে সংক্রমণ হয়ে থাকে, অর্থাৎ সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক দিতে হয়। তবে রেগুলার লাগে না।
এবার যাদেরই ডেঙ্গু হচ্ছে, তাদেরই জটিলতা একটু বেশি দেখা যাচ্ছে। মনে হচ্ছে, আক্রান্ত ব্যক্তি এর আগেও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। অর্থাৎ যারা দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থবার আক্রান্ত হচ্ছে, তাদের অবস্থা সিরিয়াস হচ্ছে। সে জন্যই এবার সমস্যা বেশি হচ্ছে। তা ছাড়া যে টাইপে আক্রান্ত হচ্ছে, সেটার ধরন বেশি ঝুঁকিপূর্ণ। সে জন্যই বেশি বিপজ্জনক লাগছে। কিন্তু আমাদের প্রতিকার ও প্রতিরোধের দিকে জোর দিতে হবে। নিজের ঘরবাড়ি নিজেকেই পরিষ্কার রাখতে হবে। ঘরের বাইরে পরিষ্কার রাখবে প্রশাসন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









