আদালত প্রতিবেদক:
ফেনীর সোনাগাজী উপজেলার মুহুরী প্রকল্প এলাকায় আমিরাবাদ ইউনিয়নের চর সোনাপুর গ্রামের ফেনী নদীতে বালু উত্তোলনের ঘটনায় এবার বালু উত্তোলনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনসহ ২২ জনের নাম উল্লেখ ও ২০ জন অজ্ঞাত পথচারীর বিরুদ্ধে নুরুল আলম নামে একটি ব্যাক্তি অপর একটি মামলা দায়ের করেছেন। তিনি ফেনীর ফাজিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবুল হক রিপনের মালিকীয় প্রত্যয় এন্টারপ্রাইজ এর ম্যানেজার। সোমবার দুপুরে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এর আদালতে এ মামলাটি দায়ের করা হয়।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, মামলার বাদী নুরুল আলম ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন চেয়ারম্যান মজিবুল হক রিপনের মালিকানাধীন মেসার্স প্রত্যয় এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন।তার প্রতিষ্ঠান সরকারকে রাজস্বদান সহ সরকারের সকল নীতি নৈতিকতা মেনে সোনাগাজীর সোনাপুর এলাকায় ফেনী নদীতে মুহুরী প্রকল্পের এক হাজার মিটার সামনে ৮৪ একর জায়গা ইজারা নিয়ে বালু উত্তোলন করছে। কিন্তু গত ১৪ অক্টোবর একই স্থানে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে উল্লেখিত ২২ জন আসামী ছাড়াও অন্তত ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী জোরজবরদস্তি মূলক বালু উত্তোলন করতে থাকে।এসময় স্থানীয়রাসহ মেসার্স প্রত্যয় এন্টার প্রাইজের শ্রমিকরা তাদের বাধাঁ দিলে তারা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে বেপরোয়াভাবে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাদের তিন লাখ টাকার ২৫ হাজার ঘনফুট বালু, ২০টি ড্রামে থাকা ৬০০ লিটার ডিজেল, ১ লাখ ৯২ হাজার টাকা দামের ৪টি জাহাজের ১৬ টি ব্যাটারী লুট করে নিয়ে যায়।এ ছাড়া আরও ৭ লাখ টাকা মূল্যের জিনিসপত্র ভাংচুর করে।
বাদী পক্ষের আইনজীবী বুলবুল আহম্মদ সোহাগ বলেন, আদালত মামলাটি এজাহার হিসেবে গন্য করে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ দিয়েছেন।
প্রসঙ্গত- গত ১৪ অক্টোবর দুই পক্ষের সংঘর্ষে বারইয়ার হাট পৌরসভার মেয়র রেজাউল করিম সহ তিনজন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় মেয়রের একজন সহযোগী চেয়ারম্যান মজিবুল হকসহ ১২ জনের নাম উল্লেখ ও ১০ জনকে অজ্ঞাত আসামী করে সোনাগাজী থানায় একটি মামলা দায়ের করেন। এরমধ্যে পুলিশ এজাহার নামীয় ৪ জনকে গ্রেপ্তার করেছে। চেয়ারম্যান মজিবুল হক রিপন ইতিমধ্যে উচ্চ আদালতে আগাম জামিন নিয়েছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন