স্টাফ রিপোর্টার:
ফেনী জেলা জাতীয় পার্টির উদ্যোগে রোববার (২৩ অক্টোবর) উপজেলা দিবস উপলক্ষে সকালে সোনাগাজী ও ছাগলনাইয়া এবং দুপুরে সদর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে পৃথক র্যালী অনুষ্ঠিত হবে। বিকেলে জেলা জাতীয় পার্টির উদ্যোগে ফেনীর ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফেনী জেলা জাতীয় পার্টির উপদেষ্টা লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি।
এদিকে উপজেলা দিবসের কর্মসূচি সফল করার লক্ষে জেলা জাতীয় পার্টির সভাপতি মোতাহের হোসেন চৌধুরী রাশেদের সভাপতিত্বে শনিবার (২২ অক্টোবর) এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহির উদ্দিন মজুমদার ভিপি জহির, সহ-সভাপতি মানু মিয়া পাটোয়ারী, আবদুল ওয়াদুদ , সিরাজুল ইসলাম ও শাহরিয়ার ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মৃধা, ফেনী সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাফর উল্যাহ খান, সাধারণ সম্পাদক রেজওয়ানুর রহমান সজীব, ফেনী পৌর জাতীয় পার্টির সভাপতি নুর আলম বাঁশি প্রমুখ।
এসময় জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের জেলা, উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা জাতীয় পার্টির সভাপতি মোতাহের হোসেন চৌধুরী রাশেদ জানান- উপজেলা দিবস উপলক্ষে ফেনীতে জাতীয় পার্টি নানা কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচি সফল করার লক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আশা করি রেকর্ড সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে জেলা শহরে এবং উপজেলা পর্যায়ে এসব কর্মসূচি সফল হবে। তিনি যথা সময়ে সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার আহবান জানান।
প্রস্তুতি সভা শেষে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ফেনী জেলা জাতীয় পার্টির উপদেষ্টা লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি
ঢাকা থেকে সড়ক পথে আসার সময় ফেনী সীমান্তের মোহাম্মদ আলী পৌঁছলে জাতীয় পার্টির নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









