দাগনভূঁঞা প্রতিনিধি :
ফেনীর দাগনভূঁঞায় ১৩ টন রডবোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনায় জড়িত অভিযোগে ৬ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিনে ও রোববার রাতে নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের ৬ জনকে ভিন্ন ভিন্ন স্থান থেকে গ্রেপ্তার ও পৃথক দুটি স্থান থেকে ছিনতাই হওয়া ১২ টন রড উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালীর সেনবাগ উপজেলার সালেহ আহম্মদের ছেলে মো. রফিক (৩৮), সামছুদ্দিনের ছেলে বেলায়েত হোসেন ওরফে ইমন (৩৩), আবদুর রশিদের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), আবুল হোসেনের ছেলে শরীফ উল্লাহ (২৬), মোহাম্মদ আলী বাচ্চুর ছেলে মনিরুল ইসলাম (২৩) ও আবদুর রহিমের ছেলে ইসমাইল হোসেন টিটু (২৯)।
এর আগে ৯ অক্টোবর ছিনতাই হওয়া ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চর ফকিরা এলাকা থেকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ৬ অক্টোবর রাতে চট্টগ্রামের আবুল খায়ের রি-রোলিং স্টীল মিল থেকে ১৩ টন রড বোঝাই করে একটি ট্রাক বরগুনার উদ্দেশ্যে রওয়ানা হয়। ট্রাকটি ফেনীর দাগনভূঁঞা উপজেলা এলাকার সততা পেট্টোল পাম্পের কাছে পৌঁছ হওয়ার পর ছিনতাইকারীদের কবলে পড়ে। ছিনতাইকারীরা ট্রাকটি থামিয়ে নিজেরা নিয়ন্ত্রণ নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় চট্টগ্রামের ডাবলমুরিং থানার মেসার্স খাঁন এন্টারপ্রাইজের ব্যবস্থাপক রঞ্জিত মজুমদার ৮ অক্টোবর দাগনভূঁঞা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) ও গত সোমবার একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, রডবোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনাটি বিশ্লেষন ও স্থানীয় সিসি ক্যামেরা ধারণকৃত ভিডিও ফুটেজ যাছাই-বাছাই করে আসামীদের শনাক্ত করা হয়।
গত রোববার রাতে ও সোমবার দিনে নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এ রড বোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনায় জড়িত অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করে। তারা হলেন- নোয়াখালীর সেনবাগ উপজেলার উত্তর শাহাপুর এলাকার সালেহ আহম্মদের ছেলে মো. রফিক (৩৮), সামছুদ্দিনের ছেলে বেলায়েত হোসেন ইমন (৩৩), আবদুর রশিদের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), আবুল হোসেনের ছেলে শরীফ উল্লাহ (২৬), বালিয়াকান্দি গ্রামের আলী বাচ্চুর ছেলে মনিরুল ইসলাম (২৩) ও বেগমগঞ্জ উপজেলার রফিকপুর গ্রামের আবদুর রহিমের ছেলে ইসমাইল হোসেন টিটু (২৯)।
অভিযানে আসামী ইসমাইল হোসেন
টিটুর দেওয়া তথ্য মতে ৩ টন ছিনতাইকৃত রড ও আসামী বেলায়েত হোসেন ইমনের তথ্যের ভিত্তিতে আরও ৯ টন রড উদ্ধার করা হয়।
দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জানান, রড ও ট্রাক উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত ৬ আসামীকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন