পরশুরাম প্রতিনিধি:
কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র ‘শান্তি শৃঙ্খলা সর্বত্র’-এই প্রতিপাদ্য নিয়ে ফেনীর পরশুরামে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে পরশুরাম মডেল থানা ও পরশুরাম উপজেলা কমিউনিটি পুলিশিং এর আয়োজনে থানা প্রাঙ্গণে বেলুন উড়িয়ে র্যালীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা শমসাদ বেগম।
পরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গণে শেষ হয়।
র্যালী শেষে থানা প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পরশুরাম পৌরসভার মেয়র ও কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল,
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব ও বিআরডিবির চেয়ারম্যান মো: ইয়াছিন শরীফ মজুমদার।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কমিউনিটি পুলিশের সাংগঠনিক সম্পাদক শফিকুল হোসেন মহিমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পরশুরাম পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম গোলাম রাব্বানি, বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল গফুর ভুইয়া, মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: নুরুজ্জামান ভুট্টো, চিথলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন, পরশুরাম পৌরসভার প্যানেল মেয়র আবদুল মান্নান, পরশুরাম বাজার বনিক সমিতির সভাপতি মো: লোকমানুজ্জামান আল আজাদ, পরশুরাম কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি হুমায়ুন কবির নোমানী, উপজেলা জাসদের সভাপতি মো: মোশারফ হোসেন, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি ও নজরুল একাডেমির সাধারণ সম্পাদক আবু ইউসুফ মিন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আহাদ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, কুঁড়েঘর ফাউন্ডেশনের সভাপতি নুর মোস্তফা, রাহবার সাধারণ সম্পাদক মাওলানা আলা উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পুলিশ পরিদর্শক(তদন্ত)পার্থ প্রতীব দেব, এস আই হারুন উর রশিদসহ থানার এস আই, এএসআই, পুলিশ সদস্য, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যবৃন্দ, গ্রামপুলিশ, ইউপি সদস্য, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









