বিশেষ প্রতিনিধি
আলোচিত মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলাটি পুনঃতদন্তের দাবীতে ফের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে দন্ডপ্রাপ্তদের স্বজনরা। এতে একাত্মতা প্রকাশ করে আওয়ামী লীগের কয়েকজন নেতাও অংশ নেন । শনিবার সকালে সোনাগাজী উপজেলা শহরের জিরো পয়েন্ট দন্ডপ্রাপ্তদের স্বজন ও আওয়ামীলীগ নেতাদের অংশ গ্রহনে এ কর্মসূচী পালিত হয়। কর্মসূচীতে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামিদের স্বজনদের আহাজারীতে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ হয়।
দীর্ঘ দুই ঘণ্টাব্যাপী চলা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক সামছুল আরেফিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিন গনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর নবী লিটন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব, পৌর কাউন্সিলর জামাল উদ্দিন নয়ন, সোনাগাজী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ জাহান, ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের ভাই নুর হোসেন, আবদুল কাদেরের বাবা আবুল কাশেম, জাবেদ হোসেনের বাবা পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত উল্যাহ, কামরুন নাহার মনির মা নুর নাহার, উম্মে সুলতানা পপির মা হোসনে আরা বেগম, আফসার উদ্দিনের স্ত্রী সুরাইয়া হোসেন, ইফতেখার হোসেনের মা হাজেরা খাতুন, মো. শাকিলের বাবা রুহুল আমিন, মাকসুদ আলমের ছেলে মো. বিজয়।
বক্তারা আরও বলেন, নুসরাত হত্যাকান্ডের ঘটনায় প্রধানমন্ত্রী ন্যায়বিচার করতে বললেও পিবিআই স্থানীয় রাজনৈতিক বিভাজনকে কাজে লাগিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে আত্মহত্যার ঘটনাকে জজ মিয়া নাটক সাজিয়ে হত্যায় রুপান্তর করে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রুহুল আমিন ও পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলমসহ অনেক নিরাপরাধ ব্যাক্তিকে আসামি বানিয়েছে। এছাড়া পিবিআই ঘুষ বাণিজ্য ও ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ গায়েব, গ্রেফতারকৃতদেরকে বৈদ্যুতিক শর্ট, ড্রিল মেশিন ব্যবহার এবং বিবস্ত্র করে স্বীকারোক্তি আদায়সহ বিভিন্ন ধরনের সমালোচনা করেন।
উল্লেখ্য, এর আগে গত ৮ অক্টোবর একই দাবীতে সোনাগাজীতে ও ১৬ অক্টোবর ফেনীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। এছাড়া মৃত্যুদন্ডপ্রাপ্ত ১৬ আসামীর পরিবার নিজেদের দায়মুক্ত রাখতে নুসরাত পরিবারের নিরাপত্তা ও তাদের সিসিটিভি ক্যামেরা স্থাপনের করার জন্য পুলিশের আইজিপি বরাবরে লিখিত আবেদন করেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাহর যৌন নিপিড়নের শিকার হন রাফি। ওই ঘটনায় তার মা শিরিন আক্তার বাদি হয়ে অধ্যক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা তুলে না নেয়ায় ৬এপ্রিল আলিম পরীক্ষার কক্ষ থেকে ডেকে নিয়ে মাদরাসা ভবনের ছাদে হাত-পা বেঁধে তার শরীরে অগ্নিসংযোগ করে। ১০এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে সে মৃত্যুবরণ করে। একই বছরের ২৪ অক্টোবর মামলার অভিযোগপত্রে অন্তর্ভূূক্ত ১৬ আসামির সবাইকে মৃত্যুদন্ড দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ। পাশাপাশি প্রত্যেক আসামিকে একলাখ টাকা করে অর্থদন্ড করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার তৎকালীন অধ্যক্ষ এসএম সিরাজ উদ-দৌলা, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি ও মাদরাসার গভর্নিং কমিটির তৎকালীন সহ সভাপতি রুহুল আমিন, মাদরাসার শাখা ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন শামীম , কাউন্সিলর ও সোনাগাজী পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম , নুরউদ্দিন , সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের , জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন , হাফেজ আব্দুল কাদের , প্রভাষক আবছার উদ্দিন , কামরুন নাহার মনি , উম্মে সুলতানা পপি , আব্দুর রহিম শরীফ , ইফতেখার উদ্দিন রানা , ইমরান হোসেন মামুন , মহিউদ্দিন শাকিল ও মোহাম্মদ শামীম। আসামিদের আপীলের প্রেক্ষিতে মামলাটি হাইকোর্টে আপীল শুনানীর জন্য অপেক্ষমান রয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » ফেনীর সোনাগাজীতে জেলা শিবিরের আয়োজনে জুলাই শহীদ স্মৃতি আন্ত: থানা ফুটবল টুর্নামেন্ট
- » ফেনীর সোনাগাজীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত-১
- » মুক্তিযুদ্ধের সংগঠক এনামুল হক এনাম মিঞার ২২তম মৃত্যু বার্ষিকী ১৮ এপ্রিল
- » সোনাগাজীর ভোরবাজারে বিএনপি পরিবারের আয়োজনে ইফতার মাহফিল
- » ফেনীর সোনাগাজীতে ভার্চুয়ালী সভায় তারেক রহমান- সংস্কারের নামে ষড়যন্ত্র চলছে কিনা সজাগ থাকতে হবে
- » সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর ৫ দিনের রিমান্ড
- » বজ্রপাতে প্রাণ হারালো যুবক
- » সোনাগাজীতে অপহৃত স্কুলছাত্রী ৪ দিন পর উদ্ধার
- » সোনাগাজীতে স্কুল ভবন নির্মাণের দাবীতে মানববন্ধন
- » ফেনী সদর, দাগনভূঞা, সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা