নিজস্ব প্রতিবেদক:
দৈনিক প্রথম আলোর ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীতে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ফেনী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ফেনী শহরের মিজান রোডে অবস্থিত ফেনী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রথম আলো ফেনী বন্ধুসভার সহ-সভাপতি মনিকা রায়। ফেনী বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রথম আলো ফেনী প্রতিনিধি আবু তাহের,
ফেনী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দা তহুরা আক্তার,চন্দনা বিশ্বাস, ফেনী বন্ধুসভার সাবেক সভাপতি শেখ আশিকুন্নবী সজীব, সাধারণ সম্পাদক বিজয় নাথ, কার্য-নির্বাহী সদস্য ইয়াছিন খোন্দকার,সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সোহাগ,দপ্তর সম্পাদক সুশান্ত দাস, মুক্তিযুদ্ধ ও গবেষনা সম্পাদক তৌহিদুল ইসলাম মোল্লা।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের ৫০ জন বুদ্ধি প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীর সবাইকে খাতা, কলম ও মাস্ক প্রদান করা হয়েছে। সব শেষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের প্রথম আলো ফেনী বন্ধুসভার পক্ষ থেকে নাস্তা দেওয়া হয়।

বক্তারা বলেন, প্রথম আলো খবর প্রকাশ ছাড়াও সব সময় ভালো কাজের সাথে থাকে, ভাল কাজ করে।
প্রতিবন্ধী শিশুদের বোঝা মনে না করে আদর যত্নের সাথে স্বাভাবিক ভাবে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে।
সঠিক যত্নে তারাও সমাজের বোঝা না হয়ে সম্পদ হিসেবে গড়ে উঠবে।
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা বন্ধুসভার ভাল কাজের প্রশংসা করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









