শহর প্রতিনিধি:
এডাব ফেনীর আয়োজনে ‘টেকসই উন্নয়নে সরকারি-বেসরকারী উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা’ শীর্ষক সেমিনার বুধবার জেলা প্রশাসক ফেনীর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান।
এডাব ফেনী জেলা শাখার সভাপতি কাজী সালাহ উদ্দিন নোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নান্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন ফেনীর উপ-পরিচালক আবু জাফর ও পরিবেশ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক সাইদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, এডাব (এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ) এর পরিচালক একেএম জসিম উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডাব চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মো. ফোরকান।

সেমিনারে ফেনী পৌরসভার প্যানেল মেয়র মঞ্জু রানী দেবী, যুব অঙ্গনের নির্বাহী পরিচালক জহির উদ্দিন, পরিবর্তন সোসাইটির নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, বিশিষ্ট আইনজীবী নাসির উদ্দিন বাহার, রোটারিয়ান এনামুল হক, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁঞা, ভোরের কাগজের সোনাগাজী প্রতিনিধি সৈয়দ মনির, নারী নেত্রী ফরিদা ইয়াসমিন, যুব ক্যাব এর কর্মকর্তা আহমেদুল হক খোকনসহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন সেমিনারে অংশগ্রহণ করে এবং বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান বলেন, স্বপ্নের উন্নত বাংলাদেশ গড়তে এবং দেশকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করতে হবে। উন্নয়নসহ যে কোনো সুবিধা পেতে হলে আগে নিজেদের সক্ষমতা অর্জন করতে হবে। টেকসই উন্নয়নে ও দেশ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









