শহর প্রতিনিধি:
এক যুগ পেরিয়ে ১৩ বছরে পদার্পণ করেছে মোহনা টেলিভিশন। যুগপূর্তি উদযাপন উপলক্ষে শুক্রবার (১১ নভেম্বর) বিকালে ফেনী রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে মোহনা টেলিভিশন দর্শক ফোরাম ফেনী। যুগপূর্তি অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ পেশাজীবীসহ সাধারণ দর্শকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার জাকির হাসান ও ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। অনুষ্ঠানে অতিথিরা মোহনা টেলিভিশনের সফলতা কামনা করেন এবং সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কাজে সফল হতে হলে অহংকার বোধ থাকা যাবে না। নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করলে সবাই মূল্যায়ন করে। যে প্রতিষ্ঠানে কাজ করুক না কেন, নিজের ব্যক্তিগত কোয়ালিটি বৃদ্ধি করতে পারলে সবাই ভালো কিছু করতে পারবে। তিনি মোহনা টেলিভিশনের সকল দর্শক ও সংশ্লিষ্ট সাংবাদিকদের শুভেচ্ছা জানান।

পুলিশ সুপার জাকির হাসান বলেন, যে যত বেশী সুন্দর নিউজ করবে তার গুরুত্ব তত বেশী। ফেনীতে কর্মরত সংবাদকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকদের মাধ্যমে দেশ বিদেশে থেকে ফেনীর খবর জানতে পারে। যার জন্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা গুরুত্বপূর্ণ। খারাপ কাজের তথ্য তুলে ধরতে পারলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায়। এসময় তিনি মোহনা টেলিভিশনের সকল দর্শক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানান।

মোহনা টেলিভিশন ফেনী প্রতিনিধি তোফায়েল আহাম্মদ নিলয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রথম আলো ফেনী প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ডিবিসি নিউজ ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভুইঁয়া, চ্যানেল আই ফেনী প্রতিনিধি রবিউল হক রবি, সময় টেলিভিশনের ফেনীর রিপোর্টার আতিয়ার সজল, স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন ও দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনী জেলার সভাপতি শাহজালাল ভূঁঞা।

অনুষ্ঠানে এনটিভি, দৈনিক জনকণ্ঠের নিজস্ব প্রতিবেদক ওছমান হারুন মাহমুদ দুলাল, দৈনিক ফেনী সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ফেনী প্রতিনিধি আরিফুল আমিন রিজভী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা কামাল বুলবুল, এস এ টিভি ফেনী প্রতিনিধি মাইনুল রাসেল, যমুনা টিভি নিজস্ব প্রতিনিধি আরিফুর রহমান, দৈনিক ফেনীর সময়ের নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, আলোকিত বাংলাদেশ ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলন, দৈনিক আমাদের নতুন সময় এর ফেনী প্রতিনিধি এম এমরান পাটোয়ারী, দেশ রুপান্তর প্রতিনিধি শফি উল্লাহ রিপন, দৈনিক দিনকাল প্রতিনিধি মফিজুর রহমান, দৈনিক প্রভাত আলোর বার্তা সম্পাদক এম এ জাফর, একুশে টিভির ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রনজু, ইনডিপেনডেন্ট টেলিভিশন ফেনী প্রতিনিধি সমির উদ্দিন ভূঁইয়া, দৈনিক স্টার লাইনের বার্তা সম্পাদক নুরুল্লাহ কায়সার, বাংলা নিউজ টুয়েন্টিফোর ফেনী প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিমসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শেষে উপস্থিত অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









