শহর প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার জমাদার বাজারের স্বর্ন দোকানে ডাকাতি ও ডাকাতদের হামলায় আহত স্বর্ণ ব্যবসায়ী অর্জুন চন্দ্র ভাদুড়ি হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ নভেম্বর) দুপুরে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন ফেনী জেলা শাখা।
মানববন্ধনে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন ফেনী জেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাচ্চুর সঞ্চালনায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, বাজুস ফেনীর সহ-সভাপতি জালাল উদ্দীন বাবলু, সহ-সভাপতি খোরশেদ আলম মজুমদার, জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন,বাজুস ফেনীর সহ-সাংগঠনিক সম্পাদক এয়াকুব আলী হক সাহেবসহ জেলা ও বিভিন্ন উপজেলার স্বর্ণ ব্যবসায়ীগণ বক্তব্য রাখেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার।
উল্লেখ যে, গত ৩০ অক্টোবর দিনেদুপুরে ফেনীর সোনাগাজী উপজেলার অর্জুন শিল্পালয়ের দোকানে ডাকাতি ও মালিক অর্জুন চন্দ্র ভাদুড়িকে (৪৫) ডাকাতরা কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। ওইদিন বিকেলে অর্জুনকে আশঙ্কাজনক অবস্থায় ফেনী সদর হাসপাতালে নিলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। টানা ১১ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত শুক্রবার দিবাগত রাতে তিনি মারা গেছেন।
ভাদুড়ির পরিবার জানান, ১১ নভেম্বর শুক্রবার বিকালে কিডনি ডায়ালাইসিস করার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। পরে রাত ২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই দিন দুপুর ২টার দিকে হঠাৎ দুটি মোটরসাইকেলে সশস্ত্র পাঁচ থেকে ছয়জন অর্জুন ভাদুড়ির স্বর্ণের দোকানে হামলা করে। এ সময় অর্জুনকে উপর্যুপরি কুপিয়ে দোকানের শো—কেস ভেঙে স্বর্ণালঙ্কার ও টাকা—পয়সা লুট করে নিয়ে যায়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বোমা ফাটিয়ে ডাকাতদল মোটরসাইকেলে পালিয়ে যায়।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. খালেদ হোসেন জানান, ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে অজ্ঞাতনামা ৬ জনকে আসামী করে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”