স্টাফ রিপোর্টার:
ফেনীতে এক হাজার দুইশত ৩০ লিটার চোরাই ডিজেলসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন- মো. আহাম্মদ আলী (৩৫), মো. খুরশিদ আলম (৩৮), মো. খুরশিদ আলম (৭০ ও নিজাম উদ্দিন (৬৫)। গতকাল সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় এক অভিযানে এসব চোরাই ডিজেল বেচাকেনার সময় তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব-৭, ফেনী ক্যাম্প সুত্র জানায়, গোপন সংবাদে র্যাব জানতে পারে- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় চোরাই ডিজেল বেচাকেনা চলছে। তাৎক্ষনিকভাবে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে খবরের সত্যতা দেখতে পায়। তারা সেখানে মা. আহাম্মদ আলী (৩৫), মো. খুরশিদ আলম (৩৮), মো. খুরশিদ আলম (৭০ ও নিজাম উদ্দিনকে (৬৫) গ্রেপ্তার করেন।পরে তাদের দেখিয়ে দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন সাইজের ১২টি তেলের গ্যালন ও ৪ টি ড্রামে এক হাজার দুইশত ৩০ লিটার চোরাই ডিজেল উদ্ধার করেন। এ সময় ডিজেল চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকসা জব্দ করা হয়। র্যাব জানায়, গ্রেপ্তার আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাঁরা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বিভিন্ন এলাকা হতে চোরাই ডিজেল সংগ্রহ করে পরবর্তীতে ফেনীসহ আশেপাশের জেলার বিভিন্ন এলাকার দোকানী ও সাধারনের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত চোরাই ডিজেলের আনুমানিক মূল্য ধরা হয়েছে এক লাখ ৩৪ হাজার টাকা। র্যাব-৭, ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ও সিনি. সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী চোরাই ডিজেলসহ চারজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









