ফেনীতে পুলিশ ম্যাজিস্ট্রেসি সম্মেলন
স্টাফ রিপোর্টার:
ফেনীতে পুলিশ ম্যাজিস্ট্রেসি সম্মেলনে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সঠিক দায়িত্ব পালনেরবওপর গুরুত্বারোপ করা হয়েছে। গতকাল সোমবার বিকালে জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ এ এস এম রুহুল ইমরান বলেছেন, আমরা যারা ফৌজদারী বিচার ব্যবস্থার সাথে জড়িত আছি; তাদেরকে প্রতিটি প্রদক্ষেপে সতর্ক থাকতে হবে। কারণ আমাদের বিচারের সাথে মানুষের জীবন ও সম্মাণ জড়িত রয়েছে। মামলার এজহার গ্রহন, তদন্ত প্রতিবেদন ও সাক্ষ্য গ্রহনের ক্ষেত্রে সবাই আন্তরিক হলে মানুষ কাঙ্খিত বিচার পাবে। বিচার প্রক্রিয়ার সাথে জড়িত পুলিশ, আইনজীবী, বাদী, আসামীসহ সবাই যার যার অবস্থানে সঠিক দায়িত্ব পালন করলে কম সময়েই সঠিক বিচার কাজ শেষ করা সম্ভব।
এসময় তিনি বলেন, ফৌজদারী মামলার মূল ভিত্তি পুলিশের হাতে থাকে। আপনার সঠিকভাবে মামলার তদন্ত করবেন। যেনতেন ভাবে আদালতে প্রতিবেদন দেবেন না। মনে রাখবেন, পুলিশ থেকে পাওয়া চার্জশীটের প্রতিটি শব্দই বিচারকরা বিশ্লেষন করে রায় ঘোষণা করেন। চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার জাকির হাসান, সিভিল সার্জন রফিক উস ছালেহীন, ফেনীর ৪-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক একেএম আরিফুল ইসলাম, পিবিআই পুলিশ সুপার আসাদুজ্জামান।
সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান ও ফারহানা লোকমানের সঞ্চালনায় সভায় সমাজসেবা বিভাগের উপপরিচালক মো. সাইফুল ইসলাম, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফ, জেল সুপার মো. আনোয়ারুল করিম, পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার থৈয়াই অংপ্রু মারমা, মাশকুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নুরুল ইসলামসহ ফেনীর সকল থানার ওসি ও বিচার প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন