স্টাফ রিপোর্টার:
মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষণে ফেনী সরকারি কলেজ চত্বরে কোটি টাকা ব্যায়ে নতুন করে নান্দনিক বধ্যভূমি স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ উদ্বেধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে কলেজ এটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ফেনী-২ (সদর) আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
এসময় জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, ফেনীর সিভিল সার্জন রফিক উস ছালেহীন, কলেজ অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী সদর উ পজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল মোতালেব। এসময় মুক্তিযোদ্ধা, কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, “মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী সামরিক জান্তা ফেনী কলেজের নির্যাতন ক্যাম্প করেছিলেন। বিভিন্ন স্থান থেকে মুক্তিযোদ্ধাসহ স্বধীনতার পক্ষের লোকজনকে ধরে এনে কলেজের খেলার মাঠের গোলপোষ্টে ঝুলিয়ে নির্যাতন ও গুলি করে হত্যার পর ডোবায় ফেলে দিত। সেখানে পাঁচ শতাধিক লোককে হত্যা করে লাশ ফেলেছে। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে আমরা স্বাধীনতা পেয়েছি। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে একটি নান্দনিক বধ্যভূমি স্মৃতিস্তম্ভ নির্মান করা হবে। আগামী ২৫ মার্চ এটি উদ্বোধন করা হবে। জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, “বধ্যভূমি নির্মাণের মধ্য দিয়ে ফেনী জেলায় মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পূর্ণ হবে। পরিপূর্ণ বধ্যভূমি দেখে ভবিষ্যত প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। বাঙ্গালী জাতির আত্মত্যাগ স্মরণ করা হবে। দেশ গঠনের জন্য মুক্তিযুদ্ধের বার্তা ফুটে উঠবে। এটি নির্মাণের উদ্যোগ নেয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসন, ফেনী সরকারি কলেজ, বধ্যভূমি স্মৃতিস্তম্ভ বাস্তবায়ন কমিটি।
বধ্যভূমি স্মৃতিস্তম্ভ বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে জানানো হয়, হত্যাযজ্ঞের কেন্দ্রবিন্দু গোলপোস্টের আদলে দুপাশে সুউচ্চ দেয়াল নীরবতার নিস্তব্ধতার বেষ্ঠনী। সামনে রয়েছে ক্ষতবিক্ষত দেয়াল, যা গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া চিহ্নের প্রতিরূপ। দুপাশে দেয়াল হতে ষ্টিং দিয়ে ঝুলন্ত ৬টি সিলিন্ডার অমর শহীদদের চেতনা, জাগরণ, সংগ্রাম, বেদনা, জয়, স্বাধীনতা গৌরবকে নির্দেশ করে। তলদেশে বয়ে যাওয়া লহিত পানির ধারা রক্তক্ষয়ী ইতিহাসের প্রতিরূপ। চট্টগ্রামের ভেক্টর প্লিন্থ নামের স্থপতি প্রতিষ্ঠানের স্থপতি মুহাম্মদ জাভেদ ইকবাল জানান, মূল স্মৃতিস্তম্ভ ছাড়াও এ প্রকল্পে মুক্তমঞ্চ, বসার জায়গা, ফুটপাত, সবুজায়ণ, স্মারকস্তম্ভ, ড্রেনেজ ব্যবস্থা ও নান্দনিক লাইটিং করা হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন










