স্টাফ রিপোর্টার
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ফেনী জেলা সম্মেলন গতকাল সোমবার বিকেলে ফেনী শহরের একটি গণ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে হিরা লাল চক্রবর্তীকে সভাপতি ও এডভোকেট সামসুদ্দিন মজুমদারকে সাধারণ সম্পাদক এবং কপিল উদ্দিন, মাস্টার নুরুল ইসলাম, কামাল উদ্দিন মজুমদারকে সদস্য করে ৫ সদস্যের কমিটির নাম ঘোষণা করা হয়। এ কমিটি পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেএসডি’র স্থায়ী কমিটির সদস্য বেগম তানিয়া রব, প্রধান বক্তা ছিলেন জেএসডি’র কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ। ফেনী জেলা জেএসডি’র সভাপতি কপিল উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিরা লাল চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট শামসুদ্দিন মজুমদার, কামাল উদ্দিন মজুমদার, মোহাম্মদ আলী জিন্নাহ, কামাল উদ্দিন ভূঁইয়া, এ কে এম জুয়েল, এম এইচ জাহাঙ্গীর, তাহের উদ্দিন মহিম প্রমূখ। প্রধান বক্তা শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, বাংলাদেশে ক্ষমতার ঔদ্ধত্যপূর্ণ অহমিকা যেভাবে প্রকাশ হয়ে পড়ছে তা আধুনিক বিশ্বে বিরল। এই ভয়ঙ্কর রাজনৈতিক সংস্কৃতি থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। উপনিবেশিক অমানবিক রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তে জনগণের ‘অংশীদারিত্বমূলক রাজনৈতিক ব্যবস্থা’ প্রবর্তনের মধ্য দিয়ে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।
প্রধান অতিথি তানিয়া রব বলেন, রাষ্ট্রের মালিকানা জনগণের, সেই জনগণকে সরকারের ছোট করে দেখা, অবমূল্যায়ন করা, এবং জনগণকে হুমকি দেয়ার মানসিকতা কোনক্রমে গ্রহণযোগ্য নয়। কথায় কথায় দেশের জনগণকে তুচ্ছ-তাচ্ছিল্য করা সরকারের অভ্যাসে পরিণত হয়েছে। ভোটের অধিকার কেড়ে নিয়ে অবৈধভাবে দীর্ঘদিন ক্ষমতায় থাকায় সরকারের কাছে জনগণ অপাংতেয় হয়ে পড়েছে। তিনি আরো বলেন, রিজার্ভের টাকা কোথায় খরচ হয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ নেই কেন তা জানার অধিকার জনগণের রয়েছে। জনগণের জিজ্ঞাসায় সরকারের উত্তর হতে হবে অবশ্যই সম্মানজনক। গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারকে বিদায় করে জনগণকে অসম্মান করার প্রকৃত জবাব দেওয়া হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









