বিশেষ প্রতিনিধি :
ফেনী—২(সদর) আসনের নির্বাচনী এলাকার ১২টি ইউনিয়নে আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা এক যোগে শনিবার (১৯ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কর্মকান্ডকে গতিশীল করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং যে কোন অপশক্তিকে মোকাবেলা করতে দলীয় নেতাকর্মীদের রাজপথে সক্রিয় করার লক্ষ্যে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ধারাবাহিক এই কর্মসূচী পালন করছে সদর উপজেলা আওয়ামী লীগ।

এক যোগে ১২টি ইউনিয়নে আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভার অংশ হিসেবে শনিবার বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কার্যকরী কমিটির সভা বালিগাঁও উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম—সাধারণ সম্পাদক আবদুল করিম।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।
বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হাসান কায়েস চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি মুক্তিযোদ্ধা এমদাদুল হক দুলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হাদী ওয়াসিম, সদস্য মেজবাউল হক ভূঁঞা ভূলন।
বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন— সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস পিনু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক করিম উল্যাহ আজাদ, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক শেখ আবদুর শুক্কুর মানিক।
এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন —ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাহাব উদ্দিন, ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন, কৃষক লীগের সভাপতি এনামুল হক, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাদ্দাম হোসেন মামুন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমতিয়াজ উদ্দিন শুভ।
ওয়ার্ড পর্যায়ে নেতাদের মধ্যে বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার মাহফুজুর রহমান, ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রফিক উল্যাহ রতন, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ৭ নং ওয়ার্ডের সভাপতি বেলাল হোসেন মেম্বার, ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাসান শরিফ মজুমদার।

অপরদিকে কালিদহ ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।
কালিদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল আলম জহির। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি ইসমাইল হোসেন খোকন, শ্রম বিষয়ক সম্পাদক আজিজুল হক আজিজ ও সদস্য এ্যাডভোকেট হানিফ মজুমদার। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিম।
এ দিকে ধলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।
ধলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জোবায়ের শাহ রিমন মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুর আফছার সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম—সাধারণ সম্পাদক এম মীর হোসেন দুলাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহীদুল হক আরিফ. সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নুরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনোয়ার আহম্মদ মুন্সিসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ—যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ সময় প্রতিটি ইউনিয়নে পৃথকভাবে অনুষ্ঠিত কার্যকরী কমিটির সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ—যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









