স্টাফ রিপোর্টার:
ফেনীতে দু’দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করেছে স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল। এ উৎসবে স্কুলের শিক্ষার্থী ও শহরের অনলাইন উদ্যোক্তাদের শতাধিক স্টল অংশ নেয়। স্টলগুলোতে পিঠা ছাড়াও বিভিন্ন ধরনের শাড়ি, চুড়ি, গহনাসহ বাঙালি ঐতিহ্যের বিভিন্ন পণ্য রয়েছে। উৎসবে নাচে-গানে আগতদের মাতিয়ে রাখছে ফেনীর প্রাচীন ন্যাশনাল কারিকুলাম এই ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীরা।
.রোববার (২৭ নভেম্বর) বিকেলে উৎসবের উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার সাবেক মেয়র ও স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিন, ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী ন্যাশনাল কলেজ ও স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ আবদুল হালিম, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের এই আয়োজন ইতোমধ্যে পুরো জেলায় নজর কেড়েছে। স্কুলের এই উৎসবটি ইতোমধ্যে ফেনীর ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে।
জেলা প্রশাসক বলেন, হয়তো এ স্কুলটি একদিন জেলার সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানও হয়ে উঠবে। তিনি আরও বলেন, আমাদের জাতিসত্ত্বার পরিচয়বহন করে এ ধরনের উৎসব।
স্টলগুলোতে ঝিনুক পিঠা, গোলাপ পিঠা, তালের পিঠা, নারকেলের ঝুনি পিঠা, নারকেলের ভাপা পুলি, নকশি পিঠা, হৃদয় হরণ পিঠা, মালপোয়া, ডালের বরফি, ইলিশ পেটি সন্দেশ, ডিম সুন্দরী, ভাপা পিঠা, তালকলি পিঠা, নকশিপাতা পিঠা, ক্ষীর সুন্দরী, ন্যাড়া পিঠা, পাটিসাপটা, বিন্নি ধানের পাটিসাপটা, নারকেল পাকন পিঠাসহ শতাধিক পদের পিঠার প্রদর্শনী হয়েছে। উৎসবে আগতরা নির্দিষ্ট দামে কিনে নিচ্ছেন এসব পিঠা। কেউ স্টলের সামনে দাঁড়িয়ে খাচ্ছেন আবার অনেকে বাড়িতেও নিয়ে যাচ্ছেন।
রোববার বিকেলে কেককাটা ও বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। চলবে রাত ৯টা অব্ধি। পরেরদিনও একই সময় চলবে উৎসব। প্রথমদিনে হাজার দর্শকে মুখরিত ছিল এই উৎসব।
শীতের আগে হেমন্তে কৃষকের ঘরে নতুন ধান ওঠে। এ উপলক্ষ্যে হয় নবান্ন উৎসব, নতুন ধান ঢেঁকিতে ভেঙে তৈরি হয় নানা রকম পিঠা।
পুরো শীতকালজুড়েই বিরাজ করে বাড়িতে বাড়িতে পিঠা পুলি তৈরির গমগমে আমেজ। উৎসবের এই রেশ ছড়িয়ে পড়ে শহরেও।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









