স্টাফ রিপোর্টার :
ঢাকার নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে একজন নিহত, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, মামলা ও গণ গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার ফেনীতে জেলা বিএনপির উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দলীয় সুত্র জানায়,বৃহস্পতিবার বিকেলে শহরের তাকিয়া রোড থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গুলি, হামলা মামলা ও গণ গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিল শহরের ট্রাংক রোড হয়ে ইসলামপুর রোডের দলীয় অস্থায়ী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনের সড়কে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক আবদুল খালেক। এ সময় দলীয় নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে নেতৃবৃন্দ ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একজন নিহত, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, মামলা, কেন্দ্রীয় কার্যালয়ে তালা লাগানো ও গণ গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, ভোটের অধিকার, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা ও মত প্রকাশের স্বাধীনতার আন্দোলন দমন পীড়ন চালিয়ে স্তব্দ করা যাবে না। এটি আগামী দিনে আরও বেগবান হবে এবং অত্যাচারী সরকারকে বিদায় নিতেই হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









