স্টাফ রিপোর্টার:
ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি বলেন, ফেনীতে বিএনপি-জামায়াত জোটের দেশ বিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্য কোনভাবেই মেনে নেওয়া হবে না। এতদিন ফেনীর শান্তি ও সহাবস্থানের রাজনীতির চর্চা করতে তাদেরকে অনেক ছাড় দেওয়া হয়েছে। আগামীতে আর কোন ছাড় দেওয়া হবে না। কঠোরভাবে বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহত করা হবে। আওয়ামী লীগের কেউ যেন বিএনপি-জামায়াত জোটের সাথে আঁতাতের রাজনীতি না করে সে আহ্বান জানিয়ে নিজাম উদ্দিন হাজারী এমপি আরো বলেন, প্রকৃত আওয়ামী লীগের কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে ফেনীতে নৌকার বিজয় সুনিশ্চিত হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে চলমান উন্নয়ন ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।
শনিবার বিকেলে বিএনপি-জামায়াত জোটের দেশ বিরোধী ষড়যন্ত্র এবং সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফেনী জেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ এর সভাপতিত্বে ও ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ,কে শহীদ উল্যাহ খোন্দকার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বিকম, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু, ফেনী পৌরসভার কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, বাহার উদ্দিন বাহার, কহিনুর আলম রানা, ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক রিপন, পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক লিটন, বালিগাঁও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার, শর্শদী ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া, ধর্মপুর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাকা, মোটবী ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, কাজিরবাগ ইউপি চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সোহাগ, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আবসার আপন, ফেনী পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলুসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ড শাখার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী। বিক্ষোভ মিছিলটি পৌর চত্বর থেকে শুরু হয়ে কলেজ রোড, জেল রোড, ট্রাংক রোডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

অপরদিকে বিএনপি-জামায়াত জোটের দেশ বিরোধী ষড়যন্ত্র এবং সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফেনী জেলার দাগনভূঁঞা ও ছাগলনাইয়া উপজেলায় আওয়ামী লীগের উদ্যোগে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দাগনভূঁঞায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক, রাজাপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন মামুন, দাগনভূঁঞা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র ওমর ফারুক খান প্রমুখ। এ সময় বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









