স্টাফ রিপোর্টার:
ফেনীর দাগনভূঁঞা পৌরসভার ৩নং ওয়ার্ডে বেতুয়া জামেয়ায়ে হযরত আবু বক্কর ছিদ্দিক (রা.) দাখিল মাদ্রাসাটি সরকার কর্তৃক সম্প্রতি এমপিওভুক্ত (বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের সরকার প্রদত্ত বেতন-ভাতা প্রদানে স্বীকৃতিপ্রাপ্ত) শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়। কিন্তু স্বীকৃতি পাওয়ার ঘোষণার পরপরই অত্র মাদ্রাসার সুপার মোহাম্মদ মাছুম বিল্লাহ নানা অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেয় বলে মাদ্রাসার এমপিও বঞ্চিত শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা অভিযোগ করেন। তারা বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত দাবী জানান। এছাড়াও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান তার মেয়েকে আয়া পদে নিয়োগ দিয়ে শিক্ষক হিসেবে পাঠদান করান বলেও অভিযোগ রয়েছে। ক্ষুব্দ অভিভাবক ও মাদ্রাসার শিক্ষকরা তাদের দাবী পূরণ না হলে আন্দোলনে যাওয়ার হুমকী দেন। স্থানীয় এলাকাবাসী, মাদ্রাসার অভিভাবক ও কর্মরত সাবেক শিক্ষক সূত্রে জানা যায়, বেতুয়া জামেয়ায়ে হযরত আবু বক্কর ছিদ্দিক (রা.) দাখিল মাদ্রাসাটি ১৯৮৮ সালে প্রতিষ্ঠার পর থেকে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়েছে। দীর্ঘদিন এমপিওভুক্ত না হলেও শিক্ষকরা আন্তরিকতার সাথে ছাত্র-ছাত্রীদের পাঠদানের মাধ্যমে ভালো ফলাফল অর্জন করে আসছে। সম্প্রতি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর এক আদেশে চলতি বছর সরকার এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত করণের ঘোষণা দেয়।

ঘোষণার পরপরই মাদ্রাসার বর্তমান সুপার তার অনুগত একটি এডহক কমিটি গঠন করে। পরবর্তীতে এডহক কমিটির সভাপতির সাথে আঁতাত করে মাদ্রাসার পূর্বের অভিজ্ঞ ও ত্যাগী শিক্ষকদের বাদ দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে নতুন শিক্ষক নিয়োগ করে এমপিওভুক্ত করে নেয়। এক্ষেত্রে নিয়োগকৃত শিক্ষকগণ মাদ্রাসায় পাঠদান কিংবা যোগদান না করলেও সুপার ও সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান বেতন সীটে ভুয়া স্বাক্ষর করে সরকার থেকে দুই মাসের তিন লাখ ২৭ হাজার সাত শত টাকা বেতন উত্তোলন করেন বলে অভিভাবক ও এলাকাবাসী অভিযোগ করেন। মাদ্রাসার অভিভাবক ও এমপিও বঞ্চিত শিক্ষকরা অভিযোগ করেন, দীর্ঘ ১৭-১৮ বছর নামমাত্র বেতনে চাকরী করে মাদ্রাসাটিকে ভালো অবস্থানে নিয়ে আসলেও বর্তমান সুপার মোটা অংকের টাকার বিনিময়ে অজ্ঞাত ব্যক্তিদের শিক্ষক-কর্মচারী পদে নিয়োগ দিয়ে ভুয়া স্বাক্ষরে দুই মাসের বেতন-ভাতা উত্তোলন করেন। বিষয়টি অত্যন্ত অমানবিক ও নেক্কারজনক বলে উল্লেখ করেন এমপিও বঞ্চিত শিক্ষকরা। তাই বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান। মাদ্রাসার অফিস সহকারী পদে দীর্ঘদিন কর্মরত গিয়াস উদ্দিন ক্ষোভের সাথে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মাদ্রাসাটি এমপিওভুক্ত ঘোষণা দিয়ে দ্বীনি শিক্ষার প্রসারের সুযোগ বৃদ্ধি করেছে। কিন্তু আমি দীর্ঘদিন কর্মরত থেকেও কি কারণে এমপিওভুক্ত হওয়া থেকে বঞ্চিত হলাম তা জানি না। মাদ্রাসার অপর সিনিয়র শিক্ষক মাওলানা আবুল কালাম ক্ষোভের সাথে বলেন, ২০১৭ সাল পর্যন্ত আমি এ মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার পদে কর্মরত ছিলাম। এছাড়াও দীর্ঘদিন এ মাদ্রাসায় সুনামের সাথে শিক্ষকতা করে আসছি। মাদ্রাসাটি এমপিওভুক্ত করণের ঘোষণা দেওয়ার পর আমার নিকট মোটা অংকের টাকা দাবী করেন। আমি দাবীকৃত টাকা দিতে ব্যর্থ হওয়ায় এমপিওভুক্ত সীটে আমার নাম নেই। কিন্তু আমাকে বাদ দিয়ে যাকে নিয়োগ দেখিয়েছেন তার পূর্বে নিয়োগপত্র, হাজিরা স্বাক্ষর ও মাদ্রাসার উপস্থিতি কখনো ছিল না, বর্তমানেও নেই। আমি এমপিওভুক্ত হওয়া থেকে বঞ্চিত হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। এদিকে মাদ্রাসার সুপার মোহাম্মদ মাছুম বিল্লাহ মাদ্রাসার পরিচালনা কমিটি গঠনেও ছলচাতুরী আশ্রয় নিয়ে গোপনে প্রথমে এডহক কমিটি ও পরবর্তীতে নিয়মিত কমিটি গঠন করেন। এডহক কমিটিতে মোহাম্মদ মিজানুর রহমানকে এডহক করা হয়। পরবর্তীতে অভিভাবক ও দাতা ক্যাটাগরীর নির্বাচন ছাড়াই মিজানুর রহমানকে সভাপতি করে গোপনে পরিচালনা কমিটি গঠন করেছে বলে অভিভাবকরা অভিযোগ করেন। বেতুয়া জামেয়ায়ে হযরত আবু বক্কর ছিদ্দিক (রা.) দাখিল মাদ্রাসার ১৯৮৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত দাতাসহ বিভিন্ন ক্যাটাগরীতে থাকা পরিচালনা কমিটির সদস্য মো. সিরাজ উল্যাহ ক্ষোভের সাথে বলেন, মাদ্রাসাটি দ্বীনি শিক্ষা প্রসারের লক্ষ্যে আমরা প্রতিষ্ঠা করেছি এবং শিক্ষক বেতন প্রদানসহ অবকাঠামো নির্মাণে বিভিন্ন জনের সহযোগিতায় মাদ্রাসাটিকে বর্তমান অবস্থানে নিয়ে এসেছি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রতিষ্ঠানটিকে এমপিওভুক্ত করে আমাদেরকে কৃতার্থ করেছেন। কিন্তু মাদ্রাসার সুপার অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে গোপনে কমিটি গঠন করে দীর্ঘদিন কর্মরত শিক্ষক-কর্মচারীদের বাদ দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে নতুন শিক্ষক নিয়োগ দিয়ে দুই মাসের বেতন-ভাতা উত্তোলন করেছে। বিষয়টি জানাজানি হলে মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারী ও অভিভাবকদের নিকট ক্ষোভের সৃষ্টি হয়। তারা বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন মহলের নিকট লিখিত আবেদন করেন। জিয়াউর রহমান নামের মাদ্রাসার এক অভিভাবক জানান, মাদ্রাসা পরিচালনা কমিটি গঠনে ছাত্র-ছাত্রীর অভিভাবকদের অজ্ঞাতে সুপার অত্যন্ত গোপনভাবে নিজের অনুগতদের দিয়ে পরিচালনা কমিটি গঠন করে তা অনুমোদনের জন্য মাদ্রাসা বোর্ডে প্রেরণ করেছে। তাই প্রস্তাবিত কমিটি বাতিল করে অভিভাবকদের সরাসরি ভোটের মাধ্যমে পরিচালনা কমিটি গঠনের জন্য লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়ার বরাবর দাবী জানান। মাদ্রাসার কয়েকজন অভিভাবক ও ছাত্র-ছাত্রী জানান, মাদ্রাসার সভাপতি মিজানুর রহমান মাদ্রাসাটি এমপিওভুক্ত করণের ঘোষণা দেওয়ার পর তার মেয়েকে আয়া পদে নিয়োগ দেখিয়ে বেতন ভাতা উত্তোলন করেছে। কিন্তু মাদ্রাসায় তাকে দিয়ে পাঠদান করাচ্ছেন। মাদ্রাসার এবতেদায়ী প্রধান পদে কর্মরত মশিউর রহমান জানান, তিনি ২০০৯ সাল থেকে এবতেদায়ী প্রধান হিসেবে কর্মরত আছেন। তিনি আরো জানান, সভাপতির মেয়ে তানজিনা আক্তার মাদ্রাসার পাঠদান করে থাকে।
মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমানকে এ বিষয়ে বক্তব্য জানতে কয়েকবার ০১৮১৯-৬৩৯৫২১ নাম্বারে কল করলে তিনি রিসিভ করেননি। তবে এমপিওভুক্তকরণ, বেতন উত্তোলন ও মাদ্রাসা পরিচালনা কমিটি গঠনে অনিয়ম-দুর্নীতি প্রসঙ্গে জানতে চাইলে মাদ্রাসার সুপার মোহাম্মদ মাছুম বিল্লাহ বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। উপজেলা নির্বাহী অফিসার বরাবর আমার বিরুদ্ধে কোন অভিযোগ দেয়নি। মাদ্রাসার সভাপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া বেতুয়া জামেয়ায়ে হযরত আবু বক্কর ছিদ্দিক (রা.) দাখিল মাদ্রাসার বিভিন্ন অনিয়মের বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযোগের বিষয়ে শুনানীর জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রমাণিত হলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









