স্টাফ রিপোর্টার:
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৯নং ওয়ার্ড শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রতনপুর ছৈয়দুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক লিটন।

৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খায়েজ আহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহআলম, নিজাম উদ্দিন ভূঞা, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ও কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক দলিলুর রহমান দুলাল।
ফেনী জেলা আওয়ামী যুবলীগের আইন বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান ও আওয়ামী লীগ নেতা আবদুর রশিদ পাটোয়ারী সোহাগ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইসমাইল মজুমদার শামিম, আওয়ামী লীগ নেতা কাজী আশরাফুল হক জীবন, সদর উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুন রশীদ জাফর, দিদারুল ইসলাম, আবদুল হাদী ওয়াসিম, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সালাহ উদ্দিন রুবেল, ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আবদুস শুক্কুর মানিক, বর্তমান সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মীর জাহিদ হাসান প্রমুখ।
এসময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শুসেন চন্দ্র শীল বলেন – প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আপনারা রতনপুরবাসী প্রধানমন্ত্রীকে একটি এসএমএস পাঠিয়ে স্কুল ভবন পেয়েছেন। যা বিশ্বের ইতিহাসে বিরল। তাই দেশের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই। উন্নয়ন ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে কোনো অপশক্তি দাঁড়াতে পারবে না। তিনি আরও বলেন – স্বাধীন বাংলাদেশে রাজনীতির নামে কাউকে অস্থিতিশীল করতে দেয়া হবে না। বিএনপি জামায়াত দেশে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় যেতে চায়। এবিষয়ে সকলকে সজাগ থাকার অনুরোধ জানান এবং ফেনীতে জননেতা নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশনা মোতাবেক কাজ করে ২০২৪ সালের নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করার আহবান জানান।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









